Pori Moni Health update

চার দিন ধরে হাসপাতালে ভর্তি পরীমণি, কেন তাঁর জন্য দোয়া চাইতে বললেন নায়িকা?

সম্প্রতি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবিরও শুটিং শুরু করেন পরীমণি। এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ বার তাঁর জন্য দোয়া করতে বললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ২০:২১
Share:

পরীমণি। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার মধ্যরাতে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। অসু্স্থ অভিনেত্রী। ভর্তি করা হয়েছে হাসপাতালে। সঙ্গে ১৩ মাসের ছেলে রাজ্য। সম্প্রতি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবিরও শুটিং শুরু করেছিলেন। তার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। চার দিন পার হয়ে গিয়েছে এখনও শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। এ বার তাঁর জন্য দোয়া চাইতে বললেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি ব্যক্তিগত জীবনের টানাপড়েন এবং দাম্পত্য কলহের জন্য বার বার শিরোনামে উঠে এসেছে পরীমণির নাম। স্বামী রাজের ফেসবুক থেকে নায়িকাদের গোপন ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু যাবতীয় সমস্যার। নায়িকার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে মত দিয়েছেন রাজও। এই মুহূর্তে স্বামীকে ছাড়াই থাকছেন অভিনেত্রী। তবে অভিনেত্রী একা নন, অসুস্থ তাঁর দাদুও (যাকে ডাকেন নানু ভাই বলে)। হাসপাতালে ভর্তি তিনিও। পরীমণি সোমবার বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘‘চার দিন ধরে হাসপাতালে আছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে ও জ্বর কমছে না। সবার কাছে দোয়া চাই। ঠান্ডাটা কোনও ভাবেই কমছে না। চেয়েছিলাম সিনেমার শুটিংটা শেষ করে দেব, তা আর হল না।’’ তিনি আরও বলেন, ‘‘রক্তচাপও কমে গিয়েছে। তা ছাড়া নানুভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে একটা অন্য রকম সময় পার করছি। সৃষ্টিকর্তা যেন সুস্থ করে দেন।’’

স্বামী শরিফুল রাজকে কিছু দিন আগেই বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন। ফলে একা হাতেই ছেলেকে সামলাতে হচ্ছে অভিনেত্রীকে। সেই সঙ্গে নতুন ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী। দু’বছর পর আবার ফ্লোরে ফিরেছেন তিনি। তার মধ্যেই আবার অসুস্থতা। এর আগেও এক বার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সে বারেও হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement