Alaya Furniturewalla

Bollywood: প্রেমের সূচনা অনিল কপূরের পুত্র ও পূজা-কন্যার! চর্চা বলিউডে

কাজের প্রতি আলিয়ার একনিষ্ঠতা হর্ষবর্ধনকে বার বার মুগ্ধ করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২১:৪১
Share:

হর্ষবর্ধন কপূর ও আলিয়া ফার্নিচারওয়ালা

জোর চর্চা বলিউডে। নতুন জুটিকে নিয়ে মাতামাতি টিনসেল নগরীর পাড়ায় পাড়ায়। পূজা বেদীর কন্যা অভিনেত্রী আলিয়া ফার্নিচারওয়ালা এবং অনিল কপূরের পুত্র অভিনেতা হর্ষবর্ধন কপূরের প্রেমের সূচনা অনিল-কন্যা হাত ধরে।

Advertisement

অনিল কপূরের মেজ মেয়ে রিয়া কপূর তাঁর ভাই এবং আলিয়াকে নিয়ে প্রেমের ছবি বানাতে চলেছেন। বলিউড ছবির দর্শক এ বার নতুন জুটির প্রেম দেখতে চলেছেন। ‘জওয়ানি জানেমন’ খ্যাত আলিয়া এবং ‘মিরজা’ ও ‘ভবেশ জোশী সুপারহিরো’ খ্যাত হর্ষবর্ধন। দুই তারকা সন্তানের এই প্রেমের ছবি বানানো হবে কৌতুকের মোড়কে। ‘বীরে দি ওয়েডিং’-এর পরিচালক রিয়া জানিয়েছেন, তাঁর ও হর্ষবর্ধনের এই ছবির চিত্রনাট্য খুব পছন্দ হয়েছে।

এর আগে একটি সাক্ষাৎকারে হর্ষবর্ধন জানিয়েছিলেন, তিনি আলিয়ার সঙ্গে কাজ করতে উৎসাহী। কাজের প্রতি আলিয়ার একনিষ্ঠতা অভিনেতাকে বার বার মুগ্ধ করেছে। এত তাড়াতাড়ি উন্নতি করতে আর কাউকে দেখেননি হর্ষবর্ধন কপূর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement