ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো প্রকাশ করে চিরন্তন প্রেমের গল্প বললেন জেনেলিয়া

জেনেলিয়া-রীতেশের ঘনিষ্ঠ প্রেমের মুহূর্তের ঝলক পৌঁছল নেটাগরিকদের কাছে। চিরসবুজ দম্পতিকে ভালবাসা পাঠালেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ২০:৪৭
Share:

জেনেলিয়া দেশমুখ এবং রীতেশ দেশমুখ ইনস্টাগ্রাম

ব্যাকগ্রাউন্ডে ‘কবীর সিংহ’ ছবির গান— ‘ম্যায় তেরা বন যাউঙ্গা।’ আর ভিডিয়োয় দু’টি মানুষের প্রেম, যে প্রেম চিরন্তন। দাবি প্রেমের এক অংশের। বাকি অর্ধেকের কার্যকলাপে তা প্রমাণিত। তাঁরা হলেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ এবং অভিনেতা রীতেশ দেশমুখ।
তাঁদের প্রেমের উদযাপন শুরু আজ থেকে না। সেই ২০০৩ সালে তাঁদের দু’জনের প্রথম ছবি ‘মুঝে তেরি কসম’ থেকেই একে অপরের সঙ্গে তাঁরা। তার প্রায় ১০ বছর বাদে ২০১২ সালে তাঁদের চার হাত এক হয়। আজ তাঁদের পরিবারে যোগদান করেছে আরও দুই সদস্য। রিয়ান ও রাহিল—দুই পুত্রসন্তানকে নিয়ে প্রতিদিন তাঁদের দীর্ঘ প্রেমকে উদযাপন করেন তাঁরা।
শনিবারের ভিডিয়োতেও তা স্পষ্ট। জেনেলিয়া-রীতেশের ঘনিষ্ঠ প্রেমের মুহূর্তের ঝলক পৌঁছল নেটাগরিকদের কাছে। সকলে মিলে বলে উঠলেন, ‘এমন সুন্দর ও মিষ্টি যুগল আর হয় না।’ চিরসবুজ দম্পতিকে ভালবাসা পাঠালেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ।
সকালে ঘুম থেকে ওঠার ব্যক্তিগত মুহূর্তটি ধরা পড়ল ভিডিয়োয়। সাদা বিছানার উপর সাদা বালিশে মাথা দিয়ে শুয়ে জেনেলিয়া। ভিডিয়ো রেকর্ডার অন করেই সে মিষ্টি করে এক বার হাসে। অন্য পাশ থেকে রীতেশ উঠে এসে জড়িয়ে ধরেন স্ত্রীকে। যেন সদ্য ঘুম থেকে উঠেছেন দু’জনেই। আদর করে জেনেলিয়ার গালে নাক ঘষে দেন রীতেশ। তাঁর আলিঙ্গনে যেন আরও খিলখিলিয়ে ওঠেন ‘জানে তু ইয়া জানে না’ খ্যাত ‘অদিতি’।
ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘ফরেভর ওয়ালি লাভ স্টোরি’, অর্থাৎ ‘চিরন্তন প্রেমের গল্প’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement