Goutam Ghose

Gautam Ghose: বছর শেষে বড় উৎসব! ছোট ছবি নিয়ে আসছেন গৌতম-সঞ্জয়, অর্জুন-রণজয়

বড়দিন আর ইংরেজি নতুন বছরকে আরও একটু সুস্বাদু করে তুলতে থাকছে একমুঠো ছোট ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১৬:৪৫
Share:

গৌতম ঘোষ

বছরশেষের কলকাতা উৎসবমুখর। বাঙালির পৌষের পিঠে-পুলি তো আছেই। কেকের সুবাস মাখা বড়দিন আর ইংরেজি নতুন বছরকে আরও একটু সুস্বাদু করে তুলতে থাকছে একমুঠো ছোট ছবিও। আয়োজনে ইন্টারন্যাশনাল গোল্ডেন মিরর চলচ্চিত্র উৎসব। বিশ্বের ১৫টি দেশ থেকে বেছে নেওয়া সেরা ছোট ছবির প্রদর্শন। ২৬ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মানের পরিচালক গৌতম ঘোষ এবং সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়।

Advertisement

দুই বিশিষ্ট ব্যক্তিত্ব ছাড়াও আমন্ত্রিত পরিচালক অর্জুন দত্ত, অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়, পূজারিণী ঘোষ, অনুরাধা মুখোপাধ্যায়, অভিনেতা কিঞ্জল নন্দ। থাকবেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্যও। থাকবে ছবি তৈরি নিয়ে নানা আলোচনাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement