Gaurav Chakrabarty

Gaurav-Ridhima: ১১ বছর পরেও এত মুগ্ধতা! সুইমিং পুলে প্রেমের আগুনে উষ্ণ গৌরব-ঋদ্ধিমা

অনির্বাণ ভট্টাচার্য-ঋদ্ধিমার রসায়নও জনপ্রিয়। তাঁদের জুটি বানিয়ে ছবি তুলবেন কি তথাগত?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ১৭:৫৯
Share:

ঋদ্ধিমা-গৌরব

ডিসেম্বরের বৃষ্টিধোয়া শীতের আমেজকে বুঝি গুনে গুনে গোল দিলেন গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ!সেই জলকেই বেছে নিলেন তাঁরা! বৃষ্টি ভেজা দিনে, স্যাঁতসেঁতে পরিবেশে আগুন জ্বাললেন তারকা দম্পতি! আনন্দবাজার অনলাইনকে ছবি-শিকারি তথাগত ঘোষ জানিয়েছেন, একই সঙ্গে অনুরাগীদের বিবাহবার্ষিকীর ফেরত উপহারও নাকি দিলেন দু’জনে। কেমন সেই উপহার? সুইমিং পুলে গৌরব-ঋদ্ধিমা। দু’জনেই রংমিলন্তি কালো পোশাকে। ঋদ্ধিমা স্বচ্ছ্ব কালো পাশ্চাত্য পোশাকে। স্পষ্ট উন্মুক্ত বক্ষভাঁজ। গৌরবের গায়ে কালো শার্ট। তাঁরা জলকেলিতে মত্ত। দু’জনায় দু’জনেতে মুগ্ধও।

ঋদ্ধিমার এই রূপ কি গৌরব আগে দেখেননি? নাকি ঋদ্ধিমাও নতুন করে নজর করলেন এত বছরের সঙ্গীকে?

ঋদ্ধিমার কথায়, ‘এত বছর পরেও গৌরবের চোখে চোখ পড়লেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়!’ গৌরবও কি ১১ বছর পরেও একই নারীতেই মুগ্ধ? আনন্দবাজার অনলাইনের কাছে তিনি অকপট, ‘‘সাত বছরের সম্পর্ক, চার বছরের বিয়ের পরেও ঋদ্ধিমাকে কাছে পেলে সব ভুলে যাই। হ্যাঁ, আমি ওতেই এখনও মুগ্ধ।’’ তা বলে হঠাৎ এ ভাবে প্রকাশ্যে আসা? টলিউডে ভাঙন কাল চলছে! কোনও বিশেষ বার্তা দিতেই কি এই আয়োজন? অভিনেতা জানিয়েছেন, এত কিছু ভেবে তাঁরা কিছুই করেননি। চিত্রগ্রাহক তথাগত ঘোষ ফটোশ্যুটের অনুরোধ জানিয়েছিলেন। তাঁরা রাজি। ব্যস, এ টুকুই।

Advertisement

এ দিকে তারকা দম্পতির প্রেম ভাল লেগেছে অভিনেত্রী অনিন্দিতা বসু এবং অনুষা বিশ্বনাথনের। তাঁরা একই সঙ্গে গাঢ় লাল হৃদয় আর আগুনের চিহ্ন দিয়ে মনের কথা জানিয়েছেন। তথাগত আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, এই ছবি বেশ কিছু দিন আগে নামী হোটেলের পুলে তুলেছিলেন তিনি। মনে হয়েছিল, দুই অভিনেতার ব্যক্তিগত রসায়ন ক্যামেরাবন্দি করার মতোই। যেমন ভাবা তেমনই কাজ। পর্দায় অনির্বাণ ভট্টাচার্য-ঋদ্ধিমা ঘোষের রসায়নও জনপ্রিয়। কোনও দিন তাঁদের জুটি বানিয়ে ছবি তুলবেন? তাঁরা কোথায় আগুন জ্বালবেন? হাসতে হাসতে তথাগতর উত্তর, ‘‘ভাল পরামর্শ। আগামী দিনে নিশ্চয়ই ওঁরাও ক্যামেরাবন্দি হবেন। তবে বারেবারে জলেই আগুন জ্বালব না। দর্শকদের চোখের স্বাদও তো বদলাতে হবে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement