Fossils

‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্য, বাঙালি সঙ্গীতশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতার বাড়ি থেকে

রবিবার সন্ধ্যায় ৪৮ বছরের বাদ্যযন্ত্রশিল্পীর দেহ উদ্ধার হয়। ওয়েলিংটনের এক ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন চন্দ্রমৌলি। চন্দ্রমৌলি বাংলা ব্যান্ড ‘ফসিলস্’-এর প্রাক্তন সদস্য ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২২:২২
Share:

‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ উদ্ধার। ছবি: ফেসবুক।

সঙ্গীত মহলে দুঃসংবাদ। মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ। চন্দ্রমৌলি বাংলা ব্যান্ড ‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্য ছিলেন। এ ছাড়াও ‘গোলক’, ‘জ়ম্ব্ কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

Advertisement

রবিবার সন্ধ্যায় ৪৮ বছরের বাদ্যযন্ত্রশিল্পীর দেহ উদ্ধার হয়। ওয়েলিংটনের এক ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন চন্দ্রমৌলি। রবিবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। তখনই চরম পদক্ষেপ করেন তিনি। শিল্পীকে তাঁরই এক ব্যান্ড সদস্য মহুল চক্রবর্তী প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেন।

মহুল বলেন, ‘‘নতুন করে দল গড়া হল, সদ্য শেষ হয়েছে একটি মিউজিক ভিডিয়োর কাজ। তার মধ্যে এ রকম কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারিনি। যে অবস্থায় আজ ওঁকে দেখেছি, ভাবতেই পারছি না।’’ জানা গিয়েছে, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে, পরিবারের পাশাপশি থাকবে তাঁর দল ‘গোলক’।

Advertisement

‘ফসিলস্’-এর অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই শোকের ছায়া। সমাজমাধ্যমে চন্দ্রমৌলীর পরিচিতেরা শোকপ্রকাশ করেছেন। রবিবারই সমাজমাধ্যমের ‘প্রোফাইল’ ছবি বদলেছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী। ২০০০ সালথেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস্ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলী। রবিবার কল্যাণীতে অনুষ্ঠান ছিল ফসিলসের। তার মাঝেই দুঃসংবাদ আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement