Jeet

Chengiz: পয়লা বৈশাখে প্রকাশ্যে ‘চেঙ্গিজ’ জিত, থাকছেন বলিউডের রণিত রায়ও

জিতের লুক অনেকটাই অন্ধকার দুনিয়ার ডনের মতো। চোখে রোদচশমা। দেখে বোঝা যাচ্ছে, স্যুটেড বুটেড চেঙ্গিজ শৌখিন। বাঁ হাতে জ্বলছে চুরুট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১৭:৪৯
Share:

জি়ৎ

জিৎ বরাবর বাঙালির সমস্ত পার্বণ উদযাপন করেন তাঁর নতুন ছবির কোনও না কোনও তথ্য দিয়ে।

১৪২৯ বঙ্গাব্দও তার ব্যতিক্রম নয়। জিত এ বারের পয়লা বৈশাখে দর্শক-অনুরাগীদের সামনে এলেন ‘চেঙ্গিজ’ রূপে। তাঁর ‘রাবণ’ লুকের সঙ্গে যার কোনও মিল নেই। সেই লুক কেমন? জিতের লুক অনেকটাই অন্ধকার দুনিয়ার ডনের মতো। চোখে রোদচশমা। দেখে বোঝা যাচ্ছে, স্যুটেড বুটেড চেঙ্গিজ শৌখিন। বাঁ হাতে জ্বলছে চুরুট। লম্বা জুলফি। ফ্রেঞ্চকাট দাড়ি-গোঁফ। গদিতে মোড়া চেয়ারে আসীন। চারপাশে উড়ছে টাকার নোট। ছবির তলায় লেখা ‘চেঙ্গিজ সীমাহীন’!

Advertisement

রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে জিতের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায়। থাকছেন শতাফ ফিগারও। প্রযোজনায় জিৎ, গোপাল মদনানি, অমিত জুমরানি। জিতের পক্ষ থেকে আনন্দবাজার অনলাইনকে এ দিন জানানো হয়, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের রণিত রায়কেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement