অভিযোগে বিদ্ধ রাজকুমার সন্তোষী।
তিন বছর আগের ছবি। তাতে কাজ করেছিলেন এক দল কলাকুশলী। অভিযোগ, সেই কাজের টাকা এখনও মেটাননি পরিচালক রাজকুমার সন্তোষী। প্রতিবাদে এ বার মুম্বইয়ে পথে নেমে আন্দোলন শুরু করলেন সেই ছবি-কর্মীরা।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, অভিযোগের কেন্দ্রে রাজকুমারের ছবি ‘গাঁধী ভার্সাস গডসে’। আন্দোলনকারীদের দাবি, ২০২০ সালে দেশে অতিমারি শুরু হওয়ার আগেই ছবির সিংহভাগের শ্যুটিং হয়ে গিয়েছিল। সেই টাকা এখনও হাতে পাননি তাঁরা। অগত্যা এ বার পোস্টার-স্লোগানে প্রতিবাদ শুরু করেছেন কলাকুশলীরা।
মুম্বই সংবাদমাধ্যমের খবর, পোস্টারে অভিযোগ তোলা হয়েছে— ‘তিন বছরের বেশি হয়ে গিয়েছে। তবু আমাদের এখনও পাওনা মেটাননি সন্তোষী। বিদেশে যাওয়ার খরচ বা ছুতোরকে দেওয়া টাকার জোগান রয়েছে। অথচ নিজেরা লাভে থাকতে আমাদের, এক্সট্রা সেটিং বয়দের টাকা মেটানো হয়নি। এমন প্রোডাকশন ডিজাইনার বা পরিচালকের সঙ্গে কারও কাজ করা উচিত নয়।’
অভিযোগ জমা পড়েছে ইন্ডাস্ট্রির কলাকুশলী সংগঠন ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এ। সংগঠনের সম্পাদক অশোক দুবে অবশ্য জানান, সন্তোষীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। পরিচালক জানিয়েছেন, তিনি বকেয়া টাকা মিটিয়ে দেবেন। অল্প দিনের মধ্যেই সমস্যা মিটবে বলে আশা করছেন অশোক।
আসগর ওয়াজাহাটের নাটক অবলম্বনে তৈরি ‘‘গাঁধী ভার্সাস গডসে’। ছবিতে মহাত্মা গাঁধীর ভূমিকায় দীপক অ্যান্টনি। নাথুরাম গডসের চরিত্রে রয়েছেন মরাঠি অভিনেতা চিন্ময় মণ্ডেলকর।