Villain

গুলশনের সঙ্গে দেখা হওয়ার পর মহিলা সহকর্মীরা কী করতেন, জানালেন অভিনেতা

আড্ডার মাঝেই কপিল অতিথিদের কাছে প্রশ্ন রেখেছিলেন, তাঁদের রিল লাইফের প্রভাব রিয়েল লাইফেও কখনও পড়েছে কি না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৯:৪২
Share:

গুলশন গ্রোভার।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে গুলশন গ্রোভার তাঁর নতুন বই ‘ব্যাড ম্যান’-এর প্রকাশের জন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । তাঁর সঙ্গী হয়ে এসেছিলেন ১৯৮০ এবং ১৯৯০-এর দশকের আরও দুই নামী ‘ভিলেন’ এবং 'ভ্যাম্প' রঞ্জিত এবং বিন্দু দেশাই।

আড্ডার মাঝেই কপিল অতিথিদের কাছে প্রশ্ন রেখেছিলেন, তাঁদের রিল লাইফের প্রভাব রিয়েল লাইফেও কখনও পড়েছে কি না।

উত্তর 'ভ্যাম্প' বিন্দু বলেন, তাঁর বান্ধবীদের মধ্যে একজনের স্বামী অভিনেত্রীর কাছে এলে তিনি চিন্তায় থাকতেন। পাছে বিন্দু তাঁর স্বামীকে ‘চুরি’ করে নেন!

Advertisement

এই একই প্রসঙ্গে গুলশন গ্রোভার বলেন, তাঁর মহিলা সহকর্মীদের মধ্যে অনেকেই বাস্তবেও তাঁকে 'ব্যাড ম্যান’ বলেই মনে করতেন। গুলশনের সঙ্গে দেখা হওয়ার ২-৩ ঘণ্টা পর আত্মীয়-পরিজনদের ফোন করে সব ঠিক আছে বলে জানাতেন তাঁরা।

এরপরেই গুলশন জানান, হলিউডের একটি ছবিতে সালমা হায়েকের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছিল অভিনেতার কাছে। সেই কথা জানার পর নাকি ঋষি কপূর তাঁর সঙ্গে ছবির সেটে যেতে চেয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement