Ananya Panday

আস্ত আরশোলা গিলে খাচ্ছেন অনন্যা, ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

নাহ, কোনও ছবির দৃশ্য নয়। চাঙ্কি-কন্যা স্বয়ং এই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৮:২৪
Share:

অনন্যা পাণ্ডে।

এ কী! এটা কী দেখা যাচ্ছে!

হাসিমুখে আস্ত একটা আরশোলা খেতে চলেছেন অনন্যা পাণ্ডে।

নাহ, কোনও ছবির দৃশ্য নয়। চাঙ্কি-কন্যা স্বয়ং এই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।

চিন্তা নেই। আসল আরশোলা নিয়ে পোজ দিচ্ছেন না বলিউডের এই স্টারকিড। বরং তার ডামি নিয়েই বীরত্ব জাহির করছেন ক্যামেরার সামনে।

ক্যাপশনে লিখেছেন, ‘সত্যি বলছি, আমি বিষয়টা বুঝিয়ে বলতে পারি। আজ রাত ৮টায় জি সিনেমায় খালি পিলি দেখবেন'।এর পর কিছুটা মজা করেই বললেন, ‘কোনও পতঙ্গকে আঘাত করা হয়নি'।

Advertisement

‘খালি পিলি’র একটি দৃশ্যের ‘বিহাইন্ড দ্য সিন’ থেকে অনন্যা ছবিটি শেয়ার করেন। নায়িকার পাশাপাশি নায়ক ঈশান খট্টরও ছবির ‘ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার’-এর প্রচারের জন্য নানা ছবি পোস্ট করেছেন।

বলিউডে গুঞ্জন, এই ছবিতে একসঙ্গে অভিনয়ের সুবাদেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ঈশান-অনন্যা। বছর শেষে একসঙ্গে তাঁরা মলদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে আপাতত স্পিকটি নট দুই স্টারকিড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement