Tota Roy Choudhury

অনেকেই বলেন তিনি ‘অকর্মার ঢেঁকি’! এ বার নিজেও বললেন তাই! টোটা কি অভিমানী? উত্তর অভিনেতার

সম্প্রতি একটি ছবির ‘ক্লিপিং’ সমাজমাধ্যমে পোস্ট করে সমোলোচিত হয়েছিলেন তিনি। এ বার নিজেকে ‘অকর্মার ঢেঁকি’ বললেন টোটা রায়চৌধুরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ১৫:৫৩
Share:

টোটা রায়চৌধুরী। ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় সুঠাম নির্মেদ দেহের অধিকারী যে সমস্ত নায়ক, তাঁদের মধ্যে টোটা রায়চৌধুরীর নাম প্রথম সারিতে রয়েছে। পাশাপাশি বাংলা ছাড়িয়ে তাঁর অভিনয় গুণে মুগ্ধ হয়েছে হিন্দি ছবিও। তিনিই কিনা নিজেকে ‘অকর্মার ঢেঁকি’ বলছেন! কারণ কী?

Advertisement

মঙ্গলবার সমাজমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন টোটা। সেখানে অভিনেতাকে শীর্ষাসন করতে দেখা যাচ্ছে। টোটা মাঝেমধ্যেই সমাজমাধ্যমে তাঁর শরীরচর্চার ছবি পোস্ট করেন। তাই অভিনেতার এই ছবি দেখেও আপ্লুত অনুরাগীরা। তবে লক্ষণীয় ছবিটির ক্যাপশন। সেখানে লেখা, ‘‘ঢেঁকি তো, তাই স্বর্গে গেলেও ধানটাই ভানি। অবশ্য অনেকেই বলেন অকর্মার ঢেঁকি। হয়তো তাঁরা ঠিকই বলেন।’’ এরই সঙ্গে টোটা লেখেন, ‘‘তবে আমার ধান ভানা কিন্তু অবিরাম। তাতে কোনও আলস্য নেই, চাতুরি নেই, ফাঁকিবাজি নেই।’’

তবে এই ‘ধান ভেনে’ কী পাবেন বা কোথায় গিয়ে শেষ পর্যন্ত তিনি পৌঁছবেন, তা নিয়ে কোনও আগাম ধারণা তাঁর নেই বলেই টোটা বিশ্বাস করেন। তাঁর কথায়, ‘‘এই পথ চলাতেই আনন্দ।’’

Advertisement

কিন্তু নিজেকে হঠাৎ এই বিশেষ বিশেষণে কেন ভূষিত করলেন টোটা? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে অভিনেতা বললেন, ‘‘যখন ঠিক করি, অভিনয়কে পেশা হিসাবে বেছে নেব, তখন থেকেই পিছনে আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব এমনকি ইন্ডাস্ট্রিরও অনেকে আমাকে এটাই বলতেন।’’

টোটার মতে, দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাটিয়েও তিনি সকলের বিশ্বাস অর্জন করতে পারেননি। বললেন, ‘‘আমি আমার মতো করে চলি। নিজের ছন্দে চলি। সততার সঙ্গেই চলি।’’

টোটার এই পোস্ট দেখার পর তাঁর অনুরাগীরা কিন্তু অভিনেতাকে ‘অকর্মার ঢেঁকি’ হিসাবে মানতে নারাজ। অবশ্য নিন্দুকরা এর মধ্যে অন্য গন্ধ পেয়েছেন। সম্প্রতি, ‘শপথ ২’ ছবির একটি বিশেষ ক্লিপিং প্রযোজক ও পরিচালকের অনুমতি ছাড়াই সমাজমাধ্যমে পোস্ট করে বিতর্কের কেন্দ্রে আসেন টোটা। যদিও পরে ভিডিয়োটি সমাজমাধ্যম থেকে মুছে দেন অভিনেতা। সেই প্রসঙ্গের কথা তুলে কারও কারও আবার প্রশ্ন, অভিনেতা কি সাম্প্রতিক বিতর্কের দিকেই ইঙ্গিত করেছেন। টোটা অবশ্য বললেন, ‘‘এই দুইয়ের মধ্যে কোনও সম্পর্ক নেই। ছবিটা ভাল হয়েছে। খুব শীঘ্র মুক্তি পাবে। এর বেশি এই প্রসঙ্গে এখন কোনও কথা বলতে চাই না।’’

টোটাকে দর্শক এর পর ফেলুদা ওয়েব সিরিজ়ে দেখবেন। পাশাপাশি নতুন বাংলা ও হিন্দি কাজ নিয়েও নির্মাতাদের সঙ্গে তাঁর কথাবার্তা চলছে বলে জানালেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement