দিদির পর সুশান্তের বাবার বয়ান রেকর্ড ইডি-র

সুশান্ত সিংহ রাজপুতের দিদি মিতু সিংহের বয়ান রেকর্ড করার পর মঙ্গলবার দিল্লিতে অভিনেতার বাবা কেকে সিংহের বয়ান রেকর্ড করল ইডি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ২০:৩১
Share:

সুশান্ত সিংহ রাজপুত।

সুশান্ত সিংহ রাজপুতের দিদি মিতু সিংহের বয়ান রেকর্ড করার পর মঙ্গলবার দিল্লিতে অভিনেতার বাবা কেকে সিংহের বয়ান রেকর্ড করল ইডি।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সুশান্ত সিংহ রাজপুতের আয়, বিনিয়োগ এবং রিয়া-সুশান্তের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে অভিনেতার বাবাকে। এর আগে এফআইআরে কেকে সিংহ অভিযোগ জানিয়েছিলেন, সুশান্তের ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন রিয়া চক্রবর্তী। রিয়ার দ্বারা নিয়োগ করা সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদীও এর মধ্যে জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। ইডি সূত্রে খবর, রিয়াই যে টাকা আত্মসাৎ করেছেন তা কেন মনে হল কেকেসিংহের, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে রিয়া এবং শ্রুতিকে দু’বার তাদের দফতরে ডেকে পাঠিয়েছিল ইডি।

এদিকে, মুম্বই পুলিশ সূত্র অনুযায়ী, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট রিপোর্টে রিয়া এবং সুশান্তের মধ্যে কোনও বড় ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মের খোঁজ পাওয়া যায়নি। ইডি সূত্রে জানা যাচ্ছে, রিয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রিতেশ শাহ ছাড়াও সুশান্তের বিজনেস পার্টনার বরুণ মথুরকে ডেকে পাঠাবে ইডি। ২০১৮-র ২৬ এপ্রিল বরুণ এবং সৌরভ নামে দুইব্যক্তি দিল্লিতে ‘ইনসাই ভেনচারস’ নামে একটি কোম্পানি খোলেন। পরে সুশান্তও সেই কোম্পানির সঙ্গে যুক্ত হন।

Advertisement

আরও পড়ুন- ছেলে আমার মতোই হয়েছে, সারা রাত কথা বলে: কোয়েল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement