Celeb Gossip

সদ্য বিবাহিত নায়ককে চুম্বনে অস্বস্তি! সিক্যুয়েলে নায়িকা খুঁজে পাচ্ছেন না পরিচালক

এখনও বাংলা ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় নিয়ে নাকি দ্বিধায় ভোগেন নায়িকারা! সহজে রাজি হন না কেউ। মাথায় হাত পরিচালকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:১১
Share:

বাঙালি নায়িকাদের চুম্বনে অ্যালার্জি ! প্রতীকী চিত্র।

বিকিনি পরে সমুদ্রতীরে ঘুরতে আপত্তি নেই। সেই খোলামেলা ছবি সমাজমাধ্যমে দিয়ে উষ্ণতা ছড়াতেও পিছপা নন তাঁরা। সব সাহস উধাও বড় পর্দায়। কিছুতেই চুম্বন দৃশ্যে সাবলীল নন বাংলা ছবির নায়িকারা। বিশ্বাস হচ্ছে না?

Advertisement

হালফিলের একটি গুঞ্জনের কথা বলা যাক। জাতীয় স্তরের পুরস্কার পাওয়া এক পরিচালক তাঁর পরের ছবির তোড়জোড় শুরু করেছেন। তাঁরই একটি জনপ্রিয় ছবির সিক্যুয়েল। ছবির নায়ক যিনি তিনি কিন্তু পর্দায় আত্মবিশ্বাসের সঙ্গে চুমু খান। ইমরান হাসমি না হয়েই।

পরিচালকের আগের ছবির নায়ককেই দেখা যাবে পরবর্তী পর্বে। চর্চা শুরু হয়েছে নায়িকা নিয়ে, সিক্যুয়েলে নাকি নায়িকা বদলে যাচ্ছেন। আর সেখানেই বিপত্তি। পরিচালক প্রথম সারির নায়িকাদের এই চরিত্রে চাইছেন। যাঁরা পর্দাতে উষ্ণতাও ছড়াবেন আবার অভিনয়টাও পারবেন। আর নায়কের সঙ্গে এর আগে সে ভাবে জুটি বাঁধেননি। তেমনই একজনকে প্রথমে বেছেছিলেন তিনি। সম্ভবত বড় পর্দায় নায়িকার সাম্প্রতিক ‘দুষ্টুমি’ দেখে। কোকিলের মতো দুষ্টুমি করে ডাকাডাকি শুনে আঠের থেকে আটান্ন— দুলে গিয়েছিল। শুরুতে তিনি খুশি মনেই রাজি। কিন্তু চিত্রনাট্য শুনেই আক্কেলগুড়ম। কিছুতেই চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না। শুনে পরিচালকেরও কপালে ভাঁজ। বুঝি প্রশ্নই করে ফেলেছেন, ‘চুমু খাবেন না’!

Advertisement

কোনও ভাবেই তাঁকে রাজি করাতে না পেরে বাধ্য হয়ে পরিচালক আর এক নায়িকার দুয়ারে। তিনিও পুজোর সময় থেকে বাজার কাঁপাচ্ছেন। বড় পর্দা থেকে মঞ্চ— তাঁর একটিই হুমকি, তাঁর দিকে বেশি তাকালে নাকি কেঁদেই মরে যেতে হবে! পরিচালক তাঁকেও চিত্রনাট্য শুনিয়েছে। তিনি নিমরাজি। একেবারে না বলেননি। তবে চুমুর ব্যাপারটি আরও একটু খতিয়ে দেখে জবাব দেবেন, জানিয়েছেন। তাঁরও যে একজন পাকাপোক্ত প্রেমিক রয়েছেন। কী করে ছাড়বেন তাঁকে?

দেখে শুনে টলিউডে কানাকানি, বিয়ে করতেই বুঝি বাজারদর পড়েছে নায়কের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement