Devi Chaudhurani

‘দেবী চৌধুরাণী’র মুক্তি আসন্ন, যাঁরা ছবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁরা কী বলছেন?

শুটিংয়ের শুরুতে পরিচালকের ছবি নিয়ে চর্চা, পুরোটাই নাকি ভুয়ো খবর ছড়াচ্ছেন শুভ্রজিৎ। এমনও দাবি ছিল নিন্দকদের, আদৌ ছবিটি তৈরিই হবে না!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:০০
Share:

শুভ্রজিত মিত্রের ‘দেবী চৌধুরাণী’ আসছে গরমের ছুটিতে। ছবি: ফেসবুক।

বুধবার শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরাণী’র মুক্তির দিন ঘোষিত। সব ঠিক থাকলে ১ মে বড় পর্দায় ফিরবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যদিও এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাহিত্যিকের লেখনিকে হুবহু অনুসরণ করেননি তিনি। বিষয়টি নিয়ে তিনি এবং তাঁর দল আলাদা গবেষণা করেছেন। সেই সমস্ত উপাদান ছবিতে দেখবেন দর্শক।

Advertisement

‘দেবী চৌধুরাণী’ শুটিংয়ের শুরুতে শুভ্রজিতের ছবি নিয়ে কম রটনা ছড়ায়নি। পুরোটাই নাকি ভুয়ো খবর ছড়াচ্ছেন পরিচালক। আদৌ ছবিটি তৈরিই হবে না, এমনও দাবি ছিল নিন্দকদের। ছবিমুক্তি ঘোষণায় তাঁরা কী বলছেন? আনন্দবাজার অনলাইনের প্রশ্ন ছিল পরিচালকের কাছে। তাঁর উত্তর, “কী রটনা রটেছিল তাই নিয়ে আর মাথা ঘামাই না। সে সব পিছনে ফেলে এগিয়ে এসেছি। দ্রুত বাকি কাজ শেষ করতে হবে।” তার পর তিনি পরের ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। সে সময় এও শোনা গিয়েছিল, ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি সম্পর্কে আছেন তিনি। যদিও বরাবর তিনি বিষয়টি অস্বীকার করেছেন। এ দিনও সেই প্রসঙ্গ তুললে এড়িয়ে যান তিনি।

ইংরেজ আমল, সন্ন্যাসী বিদ্রোহ ছবির ছত্রে ছত্রে। ছবি: সংগৃহীত।

১ মে শ্রমিক দিবস। ওই দিন কেন ছবিমুক্তি, এর কারণও জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। কারণ, এর আগেও বিশেষ উদ্‌যাপনের দিনেই তিনি কখনও অভিনেতাদের সাজ কখনও ছবির পোস্টার প্রকাশ্যে এনেছেন। ব্যস্ত শুভ্রজিতের জবাব, “ছবিমুক্তির তারিখ প্রযোজনা সংস্থা ঠিক করেছে। সেই সময় গরমের ছুটি পড়বে। ছবিটিও সপরিবার দেখার মতো। সম্ভবত এই ভাবনাই কাজ করেছে প্রযোজকদের মনে।” তবে সেই তারিখে অন্য আর কোনও বাংলা ছবি মু্ক্তি পাচ্ছে কি না জানেন না তিনি। ছবির যাবতীয় শুটিং শেষ। পরিচালক এই মুহূর্তে প্রোডাকশনের বাকি কাজ সারছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement