এষা দেওল এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছে তাঁর পরিচালিত ছবি। পরিচালক রামকমল মুখোপাধ্যায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এক দুয়া’ জাতীয় পুরস্কারের মঞ্চে স্পেশ্যাল মেনশন পেয়েছে। রামকমল বলছিলেন, ‘‘এখনও বিশ্বাস করতে পারছি না। ছবিটা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। কিন্তু তাদের সঙ্গে জাতীয় পুরস্কারের কোনও তুলনা হয় না।’’ জাতীয় পুরস্কার যে তাঁর মনোবল আরও বৃদ্ধি করেছে তা স্বীকার করে নিয়েই ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর পরিচালক বললেন, ‘‘এই ধরনের সম্মান পরিচালক হিসাবে আমার বিষয় নির্বাচন এবং সঠিক পথে চলাকে ইঙ্গিত দেয়।’’
কন্যাভ্রূণ হত্যা বিরোধী এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী এষা দেওল। রামকল বললেন, ‘‘ছোট ছবি। সেখানে নাকি তারকা নেই। শুরুতে অনেক কথাই আমাকে সহ্য করতে হয়েছে। কিন্তু এষা শোনার পরেই এক কথায় ছবিটা প্রযোজনা করতে রাজি হয়ে যায়।’’ উল্লেখ্য, এই ছবির আগে ‘কেক ওয়াক’ ছবিতে এষাকে অভিনেত্রী হিসাবে পেয়েছিলেন রামকমল। পুরস্কার ঘোষণার পর এষার সঙ্গে কী কথা হল তাঁর? রামকমল বললেন, ‘‘শুধু এষা কেন, বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই ফোন করেছেন, মেসেজ করেছেন। আমি খুব খুশি।’’ আর টলিউড? কিছুটা নিরাশা যেন গ্রাস করল পরিচালককে। বললেন, ‘‘সবাই হয়তো উচ্ছ্বসিত নয়। তা-ও যেমন ঋতুপর্ণা আমাকে মেসেজ করেছেন। শুটিংয়ের মাঝেও রুক্মিনী কত সুন্দর একটা মেসেজ রেকর্ড করে পাঠিয়েছে। আবার সুদীপ্তাদির (চক্রবর্তী) সঙ্গে বৃহস্পতিবার রাতে অনেকক্ষণ ফোনে কথা হয়েছে ।’’ আর দেব? রামকমল হেসে বললেন, ‘‘শুক্রবার থেকে ও ‘প্রধান’-এর শুটিং শুরু করেছে। আমি জানি ও ব্যস্ত। সময় বার করে নিশ্চয়ই ফোন করবে।’’