Entertainment News

বাইরে ভক্তদের হইচই! ভিতরে অতিষ্ঠ অন্য ছবির দর্শক, পরিচালকের তির ‘খাদান’-এর দিকে?

‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’ —এই চার ছবির লড়াই বক্স অফিসে। এদের মধ্যে দেবের অনুরাগীর সংখ্যা এবং তাঁদের উন্মাদনা কারও অজানা নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩
Share:

পরিচালকের তির কি ‘খাদান’-এর দিকে? ছবি: সংগৃহীত।

বড় পর্দায় একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি ছবি। পুজোর পরে ফের বড়দিনের বক্স অফিসে লড়াই চার বাংলা ছবির। মুক্তির প্রথম দিনেই চমক দিয়েছে দেব-এর ছবি ‘খাদান’। এই ছবির প্রথম শোয়ের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার রাত দুটোয়। অগ্রিম টিকিট বিক্রিতেই নাকি হাউজফুল হয় প্রেক্ষাগৃহ। এই নজির গড়তে সাহায্য করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ।

Advertisement

‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’ —এই চার ছবির লড়াই বক্স অফিসে। তবে দেবের অনুরাগীর সংখ্যা এবং তাঁদের উন্মাদনা কারও অজানা নয়। তাই প্রথম দিনে এই ছবি দেখতে গিয়ে উত্তেজিত তাঁরা। কিন্তু তার জন্য কি অন্য ছবিগুলিকে খেসারদ দিতে হচ্ছে ? এমনই ইঙ্গিত দিচ্ছে পরিচালক মানসী সিংহের সমাজমাধ্যমের একটি পোস্ট। যদিও সরাসরি কোনও ছবির নাম উল্লেখ করেননি তিনি।

তিনি লিখেছেন, “না হয় আমাদের ছবির বেশি প্রেক্ষাগৃহ পাওয়ার যোগ্যতা নেই। না হয় আমাদের ‘ফ্যান ক্লাব’ নেই। না হয় আমাদের বাজনা বাজানোর মতো টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও কি নেই? আজকে স্টার থিয়েটারে মর্নিং শোয়ে শেষের একটু আগে পৌঁছে দেখি, ওরে বাবা কী আওয়াজ! ভক্তেরা নাচছেন।নিশ্চয়ই নাচবেন। পছন্দের নায়কের ছবি বলে কথা। তাই বলে, ভিতরে যে একটা অন্য ছবিও দেখানো হচ্ছে, তার কথা ভাববেন না? এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগল। হল কর্তৃপক্ষ কী করতে পারেন, যদি আমরাই পরস্পরের কথা না ভাবি?”

Advertisement

এ দিন স্টার থিয়েটারে দুপুর বারোটা থেকে শো ছিল মানসীর ছবির। তার এক ঘণ্টা পরেই স্টারের অন্য একটি স্ক্রিনে ছিল ‘খাদান’-এর শো। হইহই করে ছবি দেখতে আসেন দর্শক। বাইরের সেই শব্দ প্রেক্ষাগৃহের ভিতরেও নাকি পৌঁছয়।সেই জন্যই মানসীর পোস্ট দেখে মনে করা হচ্ছে, তাঁর কটাক্ষের তির ‘খাদান’-এর দিকে। এই বিষয়ে স্টার থিয়েটারের তরফে জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, “ভক্তরা এসে আনন্দ করেই। জিৎ হোক বা দেব, যে কোনও তারকার ভক্তরাই এসে আনন্দ করেন। এটা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। প্রেক্ষাগৃহের ভিতরে ছবির প্রদর্শনে সমস্যা হলে সেখানে আমাদের ভূমিকা থাকে। বাইরে কিছু ঘটলে তা নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। আমি অনুরোধ করব, সকলে এসে ছবি দেখুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement