শাহরুখ ও অল্লুকে টেক্কা দিলেন দিলজিৎ। ছবি: সংগৃহীত।
জনপ্রিয়তার চূড়ায় দিলজিৎ দোসাঞ্জ। বৃহস্পতিবার মুম্বই শহরে ছিল তাঁর অনুষ্ঠান। তার আগে একের পর এক শহরে তাঁর অনুষ্ঠানে ধরা পড়েছে অনুরাগীদের উন্মাদনা। শুধু সঙ্গীত জগতে নয়, অভিনয়ের ক্ষেত্রেও প্রশংসা পেয়েছেন তিনি। এ বার আরও এক পালক জুড়ল দিলজিতের মুকুটে। তিনি ছাড়িয়ে গেলেন শাহরুখ খান ও অল্লু অর্জুনকেও।
ইংল্যান্ডে প্রকাশিত হওয়া সেরা ৫০ এশিয়ান তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন দিলজিৎ। গত বছর এই তালিকার শীর্ষে ছিলেন শাহরুখ। কিন্তু ২০২৪-এর তালিকায় তাঁকে টপকে গিয়েছেন পঞ্জাবি তারকা। এ বার এই তালিকার শীর্ষে ‘অমর সিংহ চমকিলা’র অভিনেতা। দিলজিতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন গায়ক চার্লি এক্সসিএক্স। তৃতীয় নম্বরে রয়েছেন অল্লু অর্জুন। সেরা তারকার তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে দেব পটেল ও প্রিয়ঙ্কা চোপড়া।
এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন অরিজিৎ সিংহ। তবে গত বছরের শীর্ষে থাকা শাহরুখ খান এই বছর রয়েছেন ৩২ নম্বরে। এ ছাড়া এই তালিকায় রয়েছেন প্রভাস, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, অমিতাভ বচ্চন, আলিয়া ভট্ট এবং হৃত্বিক রোশনও।
এই খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দিলজিৎ। গত ২৬ অক্টোবর থেকে দিলজিৎ শুরু করেছেন ‘দিল লিউমিনাতি ট্যুর’। দিল্লি থেকে গানের এই সফর শুরু করেছিলেন তিনি। এসেছিলেন কলকাতাতেও। এ ছাড়া হায়দরাবাদ, আমদাবাদ, লখনউ, জয়পুরেও অনুষ্ঠান করেছেন তিনি। ২৯ ডিসেম্বর গৌহাটিতে এই অনুষ্ঠান শেষ করবেন তিনি।