দিলজিতের অনুষ্ঠানে পা মেলালেন যশ-নুসরত। ছবি: সংগৃহীত।
নভেম্বর মাসের শেষ সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠান সারলেন দিলজিৎ দোসাঞ্জ। এমনিতেই দিলজিতের অনুষ্ঠানের টিকিট নিয়ে উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে। গায়ক নিজে কলকাতায় এসে পৌঁছেছিলেন ২৭ নভেম্বর। মাঝে দু’দিন শহর ঘুরে দেখেছেন। কখনও হলুদ ট্যাক্সি চেপে গিয়েছেন হাওড়া ব্রিজ। কখনও আবার দক্ষিণেশ্বরে কালী দর্শন করেছেন। আবার কখনও তিনি কফি হাউসের টেবিলে বসে কাটিয়েছেন সময়। শনিবার দিলজিতের গানের অনুষ্ঠান নিয়ে শহরবাসীর মধ্যে যে উন্মাদনা ছিল তার আঁচ মিলছিল সমাজমাধ্যমে। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টলিউডের চর্চিত দম্পতি যশ-নুসরত। ‘লভর’ গানে পা মেলালেন তাঁরা। দিলজিতের কণ্ঠে ‘করব লড়ব জিতব’ স্তুতি।
কলকাতাকে যে আপন করে নিয়েছেন দিলজিৎ, তার ঝলক দেখা গিয়েছে গায়কের সমাজমাধ্যমের পাতায়। রবিবার সন্ধ্যায় মঞ্চে কালো পোশাকে ছিলেন দিলজিৎ, হাতে ছিল দস্তানা, মাথায় পাগড়ি। গান গাইতে গাইতে চলল দর্শকের সঙ্গে কথোপকথন। গান থামিয়ে বললেন, ‘করব লড়ব জিতব রে’। কলকাতা নাইট রাইডার্সের শপথবাক্য। তার পরই দিলজিৎ জানান, দু’দিন ধরে শহর ঘুরছেন। খুব ভাল লেগেছে তাঁর এই শহর। বাদ দেননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ। তবে অদ্ভুত ভাবে গুরু নানকের সঙ্গে যেন সম্পৃক্ত করে দেন কবিগুরুকে। দিলজিতের কথায়, ‘‘যাঁরা জানেন না তাঁদের জন্য বলছি সংস্কৃতির দিক থেকে এত সমৃদ্ধ একটা শহর। এত বড় বড় শিল্পীদের জন্মভূমি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। কিন্তু ওঁকে বিশ্ব সঙ্গীত লিখতে বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন সেটা গুরু নানক আগেই লিখে গিয়েছেন। সবাইকে অনুরোধ করব গুরু নানকের বাণী পড়ুন সকলে।’’ কলকাতা ছেড়েছেন গায়ক। কিন্তু ফেরার পথে জানানলেন এই শহরে আবার ফিরবেন, দেখা হবে এই শহরের সঙ্গে।