(বাঁ দিকে) মনমোহন সিংহ। দিলজিৎ দোসাঞ্জ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে কেন নীরব ক্রীড়া ও চলচ্চিত্র জগতের তারকারা? রবিবার এই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে দিনই নিজের সঙ্গীতানুষ্ঠান প্রাক্তন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
গত কয়েক মাসে সারা দেশে একের পর এক সঙ্গীতানুষ্ঠান করছেন গায়ক। রবিবার গুয়াহাটিতে ছিল সেই ‘দিল লুমিনাটি’ ট্যুরের শেষ অনুষ্ঠান। গানের অনুষ্ঠানের মধ্যেই তিনি স্মরণ করলেন সদ্যপ্রয়াত মনমোহন সিংহকে। গোটা অনুষ্ঠানটি উৎসর্গ করার কথা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
রবিবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন দিলজিৎ নিজেই। সেখানে শিল্পী বলেন, ‘‘ওঁর সফরের দিকে তাকালে বুঝতে পারি তিনি খুবই সাধারণ এক জীবনযাপন করেছেন। আর কেউ কখনও তাঁকে খারাপ কিছু বললেও তিনি কখনও তাঁর পাল্টা উত্তর দেননি। যদিও রাজনীতিতে সেটা সব থেকে কঠিন বিষয়।’’ দিলজিৎ জানান, কনসার্টটি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন। ঠিক তখন মঞ্চের পিছনে ফুটে ওঠে মনমোহন সিংহের ছবি।
দিলজিৎ জানান, বর্তমান প্রজন্ম মনমোহন সিংহের থেকে অনেক কিছু শিখতে পারে। তিনি বলেন, ‘‘যাঁরা আমাদের বিষয়ে খারাপ কথা বলছেন, তাঁরাও কিন্তু ঈশ্বরেরই একটি রূপ।’’ বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী পদে থাকা মনমোহন। বর্ষীয়ান এই রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।