বিবাহ অনুষ্ঠানে বর-বধূর দু’পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অমিতাভ ও জয়া, অভিষেক। ছবি: সংগৃহীত।
অভিষেক বচ্চন আর ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের সমীকরণটি ঠিক কোনখানে দাঁড়িয়ে? আপাতত এ নিয়েই চুলচেরা বিশ্লেষণ চালাচ্ছে বিনোদন মহল। আর এই গবেষণায় নিত্যনতুন তথ্যের জোগান দিয়ে চলেছেন দুই তারকা ও তাঁদের পরিবার। ঐশ্বর্যার সঙ্গে আসল দ্বন্দ্ব কি শুধু জয়া বচ্চনের? নতুন করে ছড়িয়ে পড়া এক ছবি থেকে জল্পনা ছড়াচ্ছে ফের।
সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক-ঐশ্বর্যাকে। তাঁরা পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন। সমাজমাধ্যমে সে ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা ভরিয়ে দিয়েছিলেন শুভেচ্ছায়। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তেরা। এর পর মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও কাছাকাছি দেখা গিয়েছে দম্পতিকে। সে বার তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চনও। তবে নাতনির অনুষ্ঠান দেখতে যাননি ঠাকুমা জয়া বচ্চন বা পিসি শ্বেতা নন্দা।
এ বার ফের উস্কে উঠল বিতর্ক। রবিবার বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক বিবাহ অনুষ্ঠানে অমিতাভ-জয়াকে দেখা গেল ছেলে অভিষেকের সঙ্গে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা গিয়েছে প্রীতিভোজের অনুষ্ঠানে বর-বধূর দু’পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অমিতাভ ও জয়া। এক পাশে অভিষেক। কিন্তু এ ছবিতে কোথাও দেখা যায়নি ঐশ্বর্যাকে। তিনি আদৌ ওই বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন কি না তা-ও জানা যায়নি। ফলে সন্দেহ আবার জোরালো হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে। প্রশ্ন উঠছে, তবে কি জয়া বচ্চনের সঙ্গেই যাবতীয় দ্বন্দ্ব প্রাক্তন বিশ্বসুন্দরী বৌমার? উত্তর মেলেনি।
গত বেশ কিছু মাস ধরেই বচ্চন পরিবারের ভিতরে দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়ছে। জুলাই মাসে অম্বানী পরিবারের নিমন্ত্রণ রক্ষা করতে আলাদা আলাদা ভাবে উপস্থিত হয়েছিলেন অভিষেক ও ঐশ্বর্যা। প্রথমে অভিষেক ঢুকেছিলেন মা, বাবা, দিদি, জামাইবাবুকে সঙ্গে নিয়ে। পরে মেয়ের সঙ্গে এসেছিলেন ঐশ্বর্যা। বিচ্ছেদের জল্পনা পালে হাওয়া পায়। এর পর হঠাৎই দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের খবর উঠে আসে শিরোনামে। অভিষেকের নাম জড়ায় ‘দসভি’ ছবির সহ-অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে। নভেম্বরে ঐশ্বর্যার জন্মদিনে অভিষেক বা অমিতাভের তরফে কোনও শুভেচ্ছা জানানো হয়নি বলেও আলোচনা হয় সমাজমাধ্যমে। একই কথা রটে যায় ডিসেম্বরে আরাধ্যার জন্মদিনেও। তবে, পরে জানা যায় অভিষেক-ঐশ্বর্যা একসঙ্গে মেয়ের ত্রয়োদশ জন্মদিন উদ্যাপন করেছেন।