Celeb Gossip

সারার বলিউড-যোগের গুঞ্জন মিটতেই খবরে যিশু! অক্ষয় কুমারের ‘ভূত বাংলো’য় কি তিনিও?

অভিনয় দুনিয়ায় একের পর এক ছক্কা যিশু সেনগুপ্তের! দেব, শাকিব খানের পাশাপাশি হিন্দিতেও সমানতালে কাজ করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:০২
Share:

যিশু সেনগুপ্ত এ বার অক্ষয় কুমারের ‘ভূত বাংলো’য়? ছবি: ফেসবুক।

সলমন খানের প্রযোজনায় সারা সেনগুপ্ত বলিউডে পা রাখছেন— এমন গুঞ্জনের রেশ থিতিয়ে যেতে না যেতেই নতুন চর্চা। আবারও বলিউড-যোগ। এ বার খবরে যিশু সেনগুপ্ত। শোনা যাচ্ছে, শাহরুখ খান, মহেশ ভট্ট, রানি মুখোপাধ্যায়ের পরে আগামী দিনে যিশুকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে। অভিনেতার আগামী ছবি ‘ভূত বাংলো’য়। যিশু, অক্ষয় ছাড়াও ছবিতে রয়েছেন তব্বু। তিনিই সমাজমাধ্যমে ফাঁস করেছেন যিশুর নাম। তবে অভিনেত্রীকে কোন ভূমিকায় দেখা যাবে, সে বিষয়ে যদিও কিছুই জানা যায়নি। শোনা গিয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশুকে।

Advertisement

সবিস্তার জানতে আন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল শিনাল সুর্তির সঙ্গে। তিনি জানিয়েছেন, বিষয়টি সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল নন। এ সম্বন্ধে একমাত্র যিশুই বলতে পারবেন। এর পরে যোগাযোগের চেষ্টা করা হয় তাঁর সঙ্গেও। যিশুকে ফোনে পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত বছরের দীপাবলির ছবি ‘ভুলভুলাইয়া ৩’-এ কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন কাঞ্চন মল্লিক। যিশুও দক্ষিণী এবং হিন্দি বিনোদন দুনিয়ায় যথেষ্ট পরিচিত নাম হয়ে উঠেছেন গত কয়েক বছরে। তিনি ‘খিলাড়িকুমার’-এর সঙ্গে পর্দা ভাগ করবেন শুনে স্বাভাবিক ভাবেই খুশি তাঁর অনুরাগীরা।

গত বছর থেকে সেনগুপ্ত পরিবার নানা কারণে চর্চায়। কখনও যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ তাঁদের শিরোনামে এনেছে, কখনও বা সারার বলিউডে পা রাখা। যদিও রবিবার সমাজমাধ্যমে পোস্ট দিয়ে সারা জানিয়েছেন, তিনি আপাতত মডেলিংয়ে মন দিয়েছেন। বলিউডে কাজ করলে অবশ্যই সংবাদমাধ্যমকে আগে জানাবেন। একই ভাবে যিশুও খবরে তাঁর কাজ নিয়ে। গত বছরের বড়দিনে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘খাদান’। ছবিটি ব্যবসায়িক দিক থেকে সফল। একই ভাবে ‘খল’ চরিত্রে অভিনয় করে দর্শক এবং সমালোচক— উভয়েরই প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement