গৌরব এবং দেবলীনা।
দীর্ঘ তিন বছরের প্রেম পরিণতি পেতে চলেছে এই শীতেই। গাঁটছড়া বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। আগামী ৯ ডিসেম্বর সাত পাকে বাধা পড়তে চলেছেন টলিউডের এই হিট জুটি।
আনন্দবাজার ডিজিটালকে দেবলীনা জানালেন, ওই দিন একদমই ঘরোয়া অনুষ্ঠানে সব রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত থাকবেন সেখানে। কিন্তু বিয়ে নিয়ে বরাবরই তাঁর পরিকল্পনা ছিল অন্য রকম। এর আগে ‘দিদি নম্বর ওয়ান’-এর একটি এপিসোডে দেবলীনা জানিয়েছিলেন, খুব ধুমধাম করে বিয়ে করতে চান তিনি। বলেছিলেন, প্রচুর উপহার চাই তাঁর। সব উপহার ট্রাকে করে বাড়িতে নিয়ে যাবেন! অতিমারিকালে কি সে সবই তা হলে ব্রাত্য? হাসতে হাসতে দেবলীনার উত্তর: “গিফট আমি একদমই ছাড়ব না। মার্চ বা এপ্রিলে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। প্রচুর মানুষজন আসবেন তখন।”
বিয়ের দিন লাল বেনারসিতে তাক লাগাতে চলেছেন দেবলীনা। উত্তমকুমার ভীষণ পছন্দ করতেন বেনারসি শাড়ি। তাই দেবলীনার শাশুড়ি মায়ের ইচ্ছে, বিয়ের পাশাপাশি বৌভাতের দিনও শাড়িতে সেজে উঠুক পুত্রবধূ। তাঁর আবদার মেটাতে দুই অনুষ্ঠানেই বেনারসিতে দেখা যাবে নববধূকে। লেহেঙ্গা আপাতত সাজের তালিকা থেকে বাদ!
দীর্ঘ তিন বছরের প্রেম পরিণতি পেতে চলেছে এই শীতেই
অন্য দিকে, বিয়ের সব যোগাড়যন্ত্র এবং শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত গৌরব। বিয়ের জন্য জামাকাপড় কিনতে যাওয়ার সময়টকুও পাচ্ছেন না হবু বর! বেশি কারুকার্য করা পোশাক পছন্দ করেন না তিনি। তাই বিয়েতে সেজে উঠবেন ডিজাইনার অভিষেক রায়ের তৈরি পোশাকে।
আরও পড়ুন: চলে গেলেন বলিউডের জনপ্রিয় টেলি-অভিনেতা আশিস রায়
বনেদি বাড়ির পুত্রবধূ হতে চলেছেন দেবলীনা। ঘটা করে প্রত্যেক বছর লক্ষ্মীপুজো হয় সেখানে। তবে বিয়ের ক্ষেত্রে বিশেষ কোনও রীতি-রেওয়াজ পালনের বিষয় নেই বলে জানিয়েছেন তিনি। মজা করে বললেন, “গৌরবের মা বিয়ের নিয়মকানুন নিয়ে সে ভাবে কিছু না বললেও আমার মা অনেক নিয়মের কথা বলছে। শেষে দেখা যাচ্ছে আমাদের বাড়িতেই বেশি নিয়ম!”
বিয়ের পর ১৮ তারিখে দার্জিলিংয়ে মধুচন্দ্রিমা করতে যাওয়ার কথা ছিল তাঁদের। টিকিট কাটাও হয়ে গিয়েছিল ইতিমধ্যেই। কিন্তু দেবলীনার ছবির শ্যুট তখনই শুরু হওয়ায় আপাতত সেই প্ল্যান ভেস্তে গিয়েছে!
আরও পড়ুন: ‘মাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার শিক্ষা নিয়ে কী ভাবে প্রশ্ন করেন আমার বাবা’
অতিমারির জন্য প্রথমে বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই দুঃখ ভুলতে লকডাউনে রান্নাবান্না পর্যন্ত শিখে ফেলেছিলেন মহানায়কের হবু নাতবউ। তবে করোনার জন্য এই বছর বিয়ে ভেস্তে যাওয়ার আফসোস আর থাকল না দেবলীনার। আর কয়েক দিন পরেই মনের মানুষের সঙ্গে নতুন জীবনে পা রাখতে চলেছেন অভিনেত্রী।