Devlina kumar

‘মেয়ে-জামাই’ গৌরব, দেবলীনাকে আইবুড়ো ভাত খাওয়ালেন নন্দিতা-শিবপ্রসাদ

বিয়ের দিন যত এগিয়ে আসছে বাড়ছে আইবুড়ো ভাতের নেমনতন্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৮:২৭
Share:

দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়।

বিয়ের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। দেবলীনা কুমারের হোয়াটসঅ্যাপ ডিপি-তেও তার ঝলক। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি জ্বলজ্বল করছে। বিয়ের দিন যত এগিয়ে আসছে বাড়ছে আইবুড়ো ভাতের নেমনতন্ন। গতকালই যুগলে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেনের বাড়িতে। অনুষ্ঠান শিবপ্রসাদের বাড়িতে হলেও উপস্থিত ছিলেন পরিচালকজুটির অন্যতম নন্দিতা রায়। ‘ব্রহ্মা জানেন’ ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী।

Advertisement

তিন বছর ধরে একে অপরকে জানেন গৌরব-দেবলীনা। তিন বছরের সম্পর্কের রং আরও গাঢ় দু’জনের পোশাকের রঙে। গত কাল দু’জনেই আসমানি নীলে ঝলমলে। গৌরব পরেছিলেন নীল শার্ট, ট্রাউজার্স। দেবলীনা সালোয়ার-কামিজ, সাদা দোপাট্টায় সহজ সুন্দরী।

কী কী ছিল মেনুতে? বাসমতি চালের ভাত, ডাল, ঝিরি ঝিরি আলুভাজা, চিকেন শাম্মি কাবাব, ফিশফ্রাই, গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, চাটনি, ব্ল্যাক কারেন্ট আইসক্রিম, জানালেন জিনিয়া।

Advertisement

‘হামি’, ‘গোত্র’র ‘রঙ্গবতী’ আইটেম গানে অভিনয় করে দেবলীনা উউন্ডোজ প্রোডাকশনের ‘ঘরের মেয়ে’। ‘‘ওর পরিবারের সঙ্গেও আমাদের খুব ভাল সম্পর্ক। দেবলীনার মা দেবযানীদির কাছে প্রতি বছর ইলিশ খাওয়া পাওনা থাকে। বিয়ের আগে বাড়ির মেয়েকে একটু বেশিই আদর-যত্ন করা হল’, জানালেন জিনিয়া।

আরও পড়ুন: খোলা চুলে, নীল শাড়িতে ‘কিশোরী’ দিতিপ্রিয়া ‘রাই কিশোরী’?

একই সঙ্গে সবাই চেয়েছিলেন হবু ‘বাবাজীবন’-এর সঙ্গে পরিচিত হতে। তাই মেয়ে-জামাইকে আমন্ত্রণ জোড়ে।

কেমন লাগল গৌরবকে? ‘‘খুব ভাল। ভীষণ মাটির কাছাকাছি। এটাই চাওয়া ছিল আমাদের।’’ সবার প্রশংসায় গৌরব হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়ে পাশ।

এদিকে যতই বলুন বিয়ে নিয়ে হুঁশ নেই তাঁর, মনে যে রং লেগেছে গৌরবেরও প্রমাণ তাঁর ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে ‘ভালবাসা’র জোয়ার এসেছে যুগল ছবিতে। আনন্দে ছটফট করছেন দেবলীনাও। কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘গেন্দা ফুল’ গানের তালে নাচের ভিডিয়ো। লাল লেদারের শর্ট স্কার্ট আর সাদা টপ। খুশিতে প্রাণ খুলে নাচতে নাচতে হবু কনে স্বীকার করেছেন ক্যাপশনে, ‘এ শুধু নাচের সময়!’

আরও পড়ুন: রজনীকান্তের নতুন দল শীঘ্রই? জল্পনা তুঙ্গে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement