Dance Bangla Dance

নাচের ছন্দে ৩ করোনা জয়ী সুপারস্টার, সপ্তাহান্তে তারকার হাট ছোটপর্দায়

বিচারকের আসনে বাংলার ২ সুপারস্টারের সঙ্গে থাকছেন ‘বলিউডের হিরো নম্বর ১’ গোবিন্দ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৫:৩৭
Share:

জিৎ, শুভশ্রী এবং গোবিন্দ

অতিমারি থমকে দিতে পারেনি নাচের ছন্দ। কোভিড পজিটিভ হয়েও তাই মনের দিক থেকে নেতিবাচক হয়ে পড়েননি জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গোবিন্দ। ফল, সব ভয় ভুলে বাংলা প্রাণ খুলে নাচবে ২২ মে থেকে। এমনই খবর ভাইরাল জি বাংলার নেটমাধ্যমে। বুধবার রাতে শেয়ার হওয়া প্রোমো বলছে, ‘ডান্স বাংলা ডান্স ১০’ আসছে চলতি মাসের শেষে। বিচারকের আসনে দেখা যাবে শুরুতে বলা করোনাজয়ী ৩ সুপারস্টারকে। অংশগ্রহণকারীদের নাচ তোলানোর দায়িত্বে দেবলীনা কুমার, ওম সাহানি, রিমঝিম মিত্র, সৌমিলি বিশ্বাসের মতো ৪ ‘গুরু’। এই শো-এর সব থেকে বড় চমক অঙ্কুশ হাজরা-বিক্রম চট্টোপাধ্যায়ের সঞ্চালনা। বরাবর নেটমাধ্যমে ২ তারকার রসায়ন দেখে অভ্যস্ত অনুরাগীরা। ছোটপর্দার সৌজন্যে এ বার সেই রসায়নে মজবে গোটা বাংলা।

Advertisement

চমকের পাশাপাশি টক্করও জোরদার। এত দিন শনি আর রবিবারের রাত সাড়ে ৯টা স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’-এর দখলে ছিল। যেখানে বিচারকের আসনে মিঠুন চক্রবর্তী, দেব, মনামী ঘোষ। প্রোমো বলছে, এ বার সেই আকর্ষণ কিছুটা হলেও ভাগ হয়ে যাবে জি বাংলার নাচের রিয়েলিটি শো-এর সঙ্গে।

পাশাপাশি, অডিশনের অস্বচ্ছ্বতা মুছতেও বিশেষ পদক্ষেপ করেছে জি বাংলা। নয়া সিজনে প্রতিযোগী বাছা হবে বিচারকদের সামনে। এবং সেই বাছাই পর্ব দেখতে পাবেন দর্শকরাও। আরও একটি বিশেষত্ব রয়েছে এই রিয়্যালিটি শো-তে। নতুন সিজনে কোনও বয়সের সীমা থাকছে না। অর্থাৎ, সব বয়সিরা তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এ বারের মঞ্চে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement