অভিনেত্রী ঋত্বিকা সেন
আমপান (প্রকৃত উচ্চচারণে 'উমপুন') থেকে শিক্ষা নিয়ে অনেক সচেতন কলকাতা। ঘূর্ণিঝড় ইয়াস-এর খবর আসতেই আগাম সতর্কতা শহর জুড়ে। বড় বড় গাছ কেটে ছোট করার পাশাপাশি খুলে ফেলা হয়েছে বিজ্ঞাপনের বড় হোর্ডিং। তার পরেও গাছ পড়েছে পূর্ব কলকাতার বাঙুরে। আনন্দবাজার ডিজিটালকে এ কথা জানিয়েছেন ওই অঞ্চলের বাসিন্দা ঋত্বিকা সেন। অভিনেত্রীর দাবি, ‘‘২০২১-এ অতিমারির প্রথম ঢেউয়ের সঙ্গেই এসেছিল আমপান। যার ক্ষত এখনও টাটকা। ২০২১-এর ছবিটাও প্রায় এক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি মানুষকে যুঝতে হচ্ছে ইয়াস ঘূর্ণিঝড়ের সঙ্গে।’’ তাঁর এও মত, আগাম সতর্কতার কারণেই গাছ পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মৃত্যুর খবরও শোনা যায়নি।
তবে মানুষের থেকেও অভিনেত্রী বেশি ব্যাকুল পথপশুদের নিয়ে। ঋত্বিকা নিজে পশুপ্রেমী। রাস্তার কুকুর, বিড়াল ভীষণ প্রিয় তাঁর। কথা প্রসঙ্গে জানিয়েছেন, গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু অবোলা জীবের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ির কাছেই মারা গিয়েছে অনেক সারমেয়। যা দেখে প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন তিনি। তাই তাঁর অনুরোধ, ‘‘পারলে নিজের বাড়ি বা ফ্ল্যাটের নীচে পথপশুদের একটু জায়গা দিন। ঝড় কমলে, পরিস্থিতি স্বাভাবিক হলে ওরা আবার নিজেদের জায়গায় ফিরে যাবে।’’ অভিনেত্রীর মতে, পথপশুরা নিজেদের কষ্টের কথা বলতে পারে না বলেই মানুষের উচিত সবার আগে ওদের আশ্রয় দেওয়া।
তবে ইয়াস-এর থেকে ঋত্বিকা বেশি চিন্তিত অতিমারি নিয়ে। কারণ, তাঁর এলাকায় ইতিমধ্যেই ৫০০ জন করোনা আক্রান্ত। কোভিড-বিধি মেনেও আটকানো যাচ্ছে না সংক্রমণ। অভিনেত্রীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী দিনে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে স্থানীয় বাসিন্দাদের।