রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি কুন্দ্রা।
রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বেড়েছে মঙ্গলবার পর্যন্ত। শুনানির পরেই রাজের আইনজীবী জানিয়েছেন, এ ভাবে তাঁর মক্কেলের গ্রেফতার আইনসম্মত নয় এবং সুবিচারের জন্য তাঁরা উচ্চ আদালতে আবেদন জানাবেন। কিন্তু ইতিমধ্যেই রাজ এবং শিল্পা শেট্টির জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
পর্ন-কাণ্ডে রাজের ভূমিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতেই এই তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর, এ বার জিজ্ঞাসাবাদ করা হতে পারে রাজের স্ত্রী শিল্পা শেট্টি কুন্দ্রাকেও। তাঁর বিরুদ্ধে যদিও এখনও পর্যন্ত কোনও রকম তথ্যপ্রমাণ পায়নি মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছিল, শিল্পাকে এখনই জিজ্ঞাসাবাদের জন্য কোনও সমন পাঠানো হবে না। শুক্রবার দুপুরের পর অবশ্য তাদের সেই সিদ্ধান্ত বদলাতে পারে বলেই খবর। রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরদের মধ্যে শিল্পা একজন। কিন্তু তদন্ত চলছে শুধুমাত্র ‘কেনরিন’ নামে একটি সংস্থা নিয়ে। ‘হটশটস’ অ্যাপ ( যে অ্যাপে রাজের তৈরি ছবিগুলি দেখানো হত) মালিকানা ছিল সেই সংস্থার হাতেই। সংস্থাটি ব্রিটেনের হলেও, ভিডিয়ো তৈরি থেকে হিসাবরক্ষণ, সবই চলত ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর মাধ্যমে।
রাজের আরও এক সংস্থা ‘জেএল স্ট্রিম’-ও এ বার পুলিশের আতসকাচের নীচে। এই সংস্থাটির প্রচার করেছিলেন শিল্পা। পাঁচ মাসে আগে নাকি তার জন্য একটি ভিডিয়োও শ্যুট করেন তিনি। এই সব দিকই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।