srk

‘সময় এতটাই খারাপ চলছে যে শাহরুখকেও গান গাইতে হচ্ছে’

করোনা সংকটে দুঃস্থ-অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছে বলিউড। তামাম বলি সেলেবরা মিলিয়েছেন কাঁধে কাঁধ। বিনা পারিশ্রমিকে কেউ গাইছেন গান, কেউ পড়ছেন কবিতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২০ ১৩:৩৬
Share:

গান গাইছেন শাহরুখ।

সলমন খান আগেই গেয়ে ফেলেছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন শাহরুখ খান। বাদশা’র কম্পোজিশনে প্রকাশ্যে এসআরকে’র গান ‘সব সহি হো জায়েগা’। তবে নিছকই শখে গান গাননি শাহরুখ। এর পিছনে রয়েছে এক অন্য উদ্দেশ্য।

Advertisement

করোনা সংকটে দুঃস্থ-অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছে বলিউড। তামাম বলি সেলেবরা মিলিয়েছেন কাঁধে কাঁধ। বিনা পারিশ্রমিকে কেউ গাইছেন গান, কেউ পড়ছেন কবিতা। সবটাই লাইভে। আর এই লাইভ কনসার্টের নাম রাখা হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’। এই কনসার্টের জন্যই গান গাইলেন কিং খান।

স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গানের কথায় নিজেই নিজেকে নিয়ে মজা করতে ছাড়েননি শাহরুখ। “সময় এতটাই খারাপ চলছে যে এসআরকে’কেও গান গাইতে হচ্ছে’ — বলছেন তিনি। গানটির বাড়তি পাওনা আব্রাম খানের ‘গেস্ট অ্যাপিয়ারেন্স’।

Advertisement

আরও পড়ুন- সত্যজিতের জন্মদিনে সৃজিতের শ্রদ্ধার্ঘ্য, প্রকাশ্যে ‘ফেলুদা ফেরত’এর টাইটেল সং

শুনে নিন সেই গান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement