কর্ণ
লকডাউনের আবহে সেলেব্রিটিরা নিজেদের প্রচারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন। ইনস্টাগ্রামে তাঁদের দিনযাপনের খুঁটিনাটি যেমন দেখা যাচ্ছে, তেমনই নজর কাড়ছে তাঁদের বাড়ির আনাচকানাচ। সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে ডক্টর, নার্স, দোকানিরা তাঁদের দৈনন্দিন কাজের অসুবিধের কথা বলছেন। আর সেলেব্রিটিদের ভিডিয়ো তাঁদের কী ভাবে উদ্বুদ্ধ করেছেন, সে কথাও বলা হয়েছে ভিডিয়োটিতে। এই ভিডিয়ো দেখে কর্ণ জোহরের হঠাৎ বোধোদয় হয়েছে। তাঁর মনে হয়েছে, গত এক মাস ধরে যশ-রুহির ভিডিয়ো দিয়ে যে ভাবে তিনি তাঁর কোয়রান্টিন কাটাচ্ছেন, তাতে হয়তো অনেকেরই ভাবাবেগে আঘাত দিয়েছেন তিনি। কর্ণ তাঁর টুইটে লিখেছেন, ‘‘এটার কোনওটাই ইচ্ছাকৃত নয়। তবে আমার আরও ভাবা উচিত ছিল।’’
আরও পড়ুন: ত্রাণের জন্য পাঠানো আটার প্যাকেটে নগদ ১৫ হাজার! আমির খান পাঠিয়েছেন?