Coronavirus

টেকনিশিয়ানদের পাশে দাঁড়াল টলিউড

টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানোর জন্য একটি তহবিল গঠন করা হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রির সব স্তরের মানুষকে অর্থসাহায্য করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। 

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ০০:০১
Share:

ফাইল চিত্র

টালিগঞ্জে শুটিং বন্ধ হওয়ার পর থেকে যে বিষয়টি নিয়ে বারবার কথা উঠছিল, তা হল, এই দুর্দিনে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা টেকনিশিয়ানদের পাশে কী ভাবে দাঁড়ানো যায়। মিটিং-আলাপ-আলোচনার পরে ইন্ডাস্ট্রির সকলে মিলে একটি সদর্থক পদক্ষেপ করেছে। ওই টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানোর জন্য একটি তহবিল গঠন করা হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রির সব স্তরের মানুষকে অর্থসাহায্য করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস আনন্দ প্লাসকে বললেন, ‘‘১৮ তারিখে শুটিং বন্ধ হয়েছে। ১৯ তারিখে এই তহবিল গঠন করা হয়েছে।’’ ফেডারেশনের করপাসে এই টাকা সংগৃহীত হচ্ছে। এই তহবিলে ইতিমধ্যে দশ হাজার টাকা দান করেছেন পরিচালক গৌতম ঘোষ। ফোন করে পরিচালক অরিন্দম শীলের কাছে অর্থসাহায্যের ইচ্ছে জানান গৌতম। অরিন্দমের কথায়, ‘‘সকলের কাছ থেকেই ভাল সাড়া পেয়েছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অপর্ণা সেন এই উদ্যোগে যেমন পাশে আছেন, তেমনই নতুন প্রজন্মের একাধিক তারকাও স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছেন।’’

নতুনদের মধ্যে সৌরসেনী মৈত্র, ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী প্রমুখ শিল্পীরা এক কথায় অর্থসাহায্যের জন্য রাজি হয়েছেন। অরিন্দম জানালেন, আর্টিস্ট ফোরামের তরফেও তিন লক্ষ টাকা অর্থসাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ফান্ডে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement