Coronavirus

ফার্ম হাউসে সপরিবার

বোন অর্পিতা এবং তাঁর পরিবারের বাকিদের নিয়ে আপাতত ফার্ম হাউসেই সময় কাটাবেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ০২:০১
Share:

সলমন

পরিবারের সঙ্গে সময় কাটাতে বরাবরই পছন্দ করেন সলমন খান। এই লকডাউন পিরিয়ডে আরওই সকলকে কাছে কাছে রাখতে চান অভিনেতা। তাই প্রধানমন্ত্রীর ২১ দিনের লকডাউনের ঘোষণা শোনার পরেই গোটা পরিবারকে নিয়ে পানভেলের বাগানবাড়িতে চলে গিয়েছেন সলমন।

Advertisement

এ মাসের শেষেই ‘রাধে’র শুট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শুটিংও যেহেতু পিছিয়েছে আর মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন সলমন। বোন অর্পিতা এবং তাঁর পরিবারের বাকিদের নিয়ে আপাতত ফার্ম হাউসেই সময় কাটাবেন তিনি। কয়েক একর জমি জুড়ে বিস্তৃত সেই ফার্ম হাউসের মধ্যেই ট্রেক করার জায়গাও রয়েছে। সঙ্গে রয়েছে ইন-হাউস জিমও। ফলে সেখানে ফিটনেস বজায় রাখাও সহজ হবে সকলের। আর সময় কাটানোর জন্য রয়েছে নানা ধরনের গাড়ি, যা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন খামারবাড়ির জমিতেই। খাবারের জোগানের জন্য আপাতত ভরসা রাখছেন ফার্মের ফলমূল ও আনাজপাতির উপরে। ফলে আগামী কিছু দিন সেখানেই আস্তানা সলমন-পরিবারের।

তবে বান্দ্রার বাড়িতে রয়ে গিয়েছেন সেলিম খান ও সলমা খান। যেহেতু এ সময়ে এতটা ট্রাভেল করা তাঁদের জন্য ঠিক নয়, তাই আপাতত মুম্বইয়েই গৃহবন্দি তাঁরা দু’জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement