Allu Arjun

অনুরাগীরা তাঁর ‘আর্মি’! পুষ্পা ২ মুক্তির আগেই বিপাকে অল্লু, কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে?

মুক্তির অপেক্ষায় অল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা ২’। এ দিকে অভিনেতার নামে হায়দরাবাদে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪
Share:

অভিনেতা অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।

আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে ‘পুষ্পা ২’। অল্লু অর্জুন অভিনীত ছবিটি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রিও ক্রমশ বাড়ছে। তার মধ্যেই অল্লুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে।

Advertisement

অল্লু তাঁর অনুরাগীদের ‘আর্মি’ হিসেবে উল্লেখ করেন। কিন্তু অভিনেতার এই বিশেষণ নিয়েই সম্প্রতি আপত্তি উঠেছে। সম্প্রতি মুম্বইয়ে ছবির এক প্রচার অনুষ্ঠানে অল্লু তাঁর অনুরাগীদের উদ্দেশে বলেন, ‘‘আমার কোনো অনুরাগী নেই। আমার একটা সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালবাসি। তাঁরা আমার পরিবারের মতো। তাঁরা ঠিক সেনার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকেন।’’ অভিনেতার এই মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত।

সূত্রের খবর, অনুরাগীদের দেশের ‘সেনা’র সঙ্গে তুলনা করায়, হায়দরাবাদের জহর নগর থানায় শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন থানায়। অভিযোগপত্রে অভিনেতাকে ভবিষ্যতে তাঁর অনুরাগীদের ‘আর্মি’ সম্বোধন করতে নিষেধ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‘সেনারা সম্মাননীয়। তাঁরা আমাদের দেশকে রক্ষা করেন। তাই আপনি (অল্লু অর্জুন) আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন।’’

Advertisement

অভিযোগ দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত অল্লুর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী দিনে অভিনেতা তাঁর অনুরাগীদের কী ভাবে সম্বোধন করেন, সেটাই দেখার। পাশাপাশি ‘পুষ্পা ২’ বক্স অফিসে কী কী নজির স্থাপন করে, সে দিকেও নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement