Priyanka Chopra

বাবার ক্যানসার, বিপন্ন প্রিয়ঙ্কার কঠিন সময়ে পাশে ছিল বলিউডের কোন পরিবার?

২০১৩ সালে বাবাকে হারান প্রিয়ঙ্কা চোপড়া। বাবার অনুপস্থিতি এখনও অনুভব করেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৩
Share:

বাবা অশোক চোপড়ার সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

বাবার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার গভীর সম্পর্ক সব সময়েই অনুরাগীদের মুগ্ধ করে। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছেন। এমনকি, বাবা অশোক চোপড়ার প্রয়াণের পর তাঁর স্মৃতিতে প্রিয়ঙ্কা হাতে বিশেষ ট্যাটুও করিয়েছিলেন। প্রিয়ঙ্কার বাবা ক্যানসারে আক্রান্ত হন। কঠিন সময়ের স্মৃতিচারণা করেছেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া।

Advertisement

বাবা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য অশোককে আমেরিকার বস্টনে যেতে হত। চিকিৎসকেরা জানিয়ে দেন, সেরে ওঠার সুযোগ কম। কিন্তু সেই সময়ে বিমানে যাত্রার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তখন চোপড়া পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন হৃত্বিক রোশন এবং তাঁর বাবা রাকেশ। মধু জানান, সেই সময় প্রিয়ঙ্কা হৃত্বিকের সঙ্গে ‘কৃষ’ ছবিটির শুটিং করছিলেন। মধু জানান, সেই সময়ে প্রিয়ঙ্কা খুবই টেনশনে ছিলেন। মধুর কথায়, ‘‘হৃত্বিক ওকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কাঁদছ কেন?’’’ যাবতীয় বিষয় জানতে পেরে হৃত্বিক এবং রাকেশ এগিয়ে আসেন।

মধু জানান, তাঁর স্বামীর ইচ্ছে ছিল, চিকিৎসা যেন গোপনেই হয়। তাই বিষয়টা আরও বেশি আবেগপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সমস্যার কথা জানতে পেরে যে ভাবে রোশন পরিবার যে ভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছিল, তাতে তিনি কৃতজ্ঞ। উল্লেখ্য, ২০১৩ সালে প্রয়াত হন অশোক চোপড়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement