কবে গাঁটছড়া বাঁধছেন ‘রণলিয়া’? এই মুহূর্তে চর্চার শেষ নেই তা নিয়ে। বিয়ের তারিখ নিয়ে এ পর্যন্ত একটা শব্দও উচ্চারণ করেন পাত্র রণবীর কপূর নিজে। কিন্তু এর মধ্যেই কি বিয়ের তারিখে সিলমোহর দিয়ে ফেললেন খোদ হবু কনে আলিয়া ভট্ট? ইনস্টাগ্রাম যে তেমনই ইঙ্গিত দিচ্ছে!
কবে বিয়ে 'রণলিয়া'র?
তাঁদের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই এই মুহূর্তে! রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়ে কবে, কোথায় হবে অনুষ্ঠান, আমন্ত্রিত কারা, দেদার জল্পনা সব নিয়েই। সাত পাকের হালহকিকত নিয়ে কপূর পরিবারের নীরবতা কিংবা ভট্ট পরিবারের অল্পস্বল্প তথ্য ধোঁয়াশা বাড়িয়েছে আরও। তার মধ্যেই কি বিয়ের তারিখে সিলমোহর দিয়ে ফেললেন খোদ হবু কনে আলিয়া? ইনস্টাগ্রাম যে তেমনই ইঙ্গিত দিচ্ছে!
কবে গাঁটছড়া বাঁধছেন ‘রণলিয়া’? রণবীরের মা, নীতু কপূর রহস্য জারি রেখেছেন বরাবরই। কখনও বলেছেন, বিয়ে হয়েই গিয়েছে ইতিমধ্যে। কখনও বলেছেন, তাঁর ছেলের বিয়ে নিয়ে এমন তোলপাড় দেখে মজা পাচ্ছেন তিনিও। আলিয়ার পরিবার বিয়ের কথা মানলেও মা সোনি রাজদান তার বেশি কিছু জানাতে নারাজ। বিয়ের তারিখ নিয়ে এ পর্যন্ত একটা শব্দও উচ্চারণ করেন পাত্র রণবীর নিজে। আলিয়া ঠিক কী বললেন?
এক অনুরাগী সদ্য একটি মজাদার রিল পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ‘আলিয়া ওয়েডস রণবীর’ লেখা গাড়ি ছুটছে হু হু করে। পিছনে চোখ মুছতে মুছতে প্রাণপণ দৌড়োচ্ছেন তিনিও! সঙ্গে ক্যাপশন ’১৭ এপ্রিলে আমি’। রিলে রয়েছে আলিয়ার সঙ্গে তাঁর এবং ‘রণলিয়া’র ছবিও। ‘বিইউনিক’ নামে ওই ইনস্টাগ্রামারের সেই ভিডিয়ো ভাইরাল। কারণ, চোখ টেনেছে খোদ ভট্ট-তনয়ার মন্তব্য! অট্টহাসির ইমোজি দিয়ে আলিয়া লিখেছেন, হাসতে হাসতে মরে যাচ্ছেন তিনি!
আর সেখানেই ফের নতুন করে জমেছে চর্চা। তবে কি আলিয়া মেনেই নিলেন ১৭ এপ্রিল রণবীরের সঙ্গে বিয়ে সারা হয়ে যাবে তাঁর? এই নিয়েই আপাতত আকাশ ছুঁয়েছে অনুরাগীদের উত্তেজনা।