Ranbir Kapoor

Ranbir-Alia Wedding: বিয়ের সানাই বাজল বলে, রণবীরের বাড়ি জুড়ে আলোর রোশনাই!

বিয়েটা তা হলে হচ্ছে! আলোর মালায় সেজে উঠছে কপূরদের বাড়ি। যদিও এখনও মুখে কুলুপ পরিবারের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৮:২৭
Share:

টুইটার

রণবীর কপূর আর আলিয়া ভট্টের বিয়ে বলে কথা! সানাইয়ের সুর বলিপাড়া ছাপিয়ে অনুরাগী মহলে পৌঁছে গিয়েছে কবেই! এ দিকে এই বিয়ে নিয়ে এখনও সে ভাবে মুখ খোলেনি কপূর পরিবার। নীতু কপূর তো বলেই দিয়েছেন, “ওদের তো বিয়ে হয়ে গিয়েছে!” সংবাদমাধ্যমের কাছে এমন তথ্য আসতেই দেদার বিভ্রান্তি। আলিয়ার পরিবারের তরফে বিয়ের দিন ক্ষণ সম্পর্কে খানিক ধারণা মিললেও ধোঁয়াশা সেই রয়েই গিয়েছে। ‘রণলিয়া’কে ছাদনা তলায় না দেখা পর্যন্ত যেন কিছুতেই স্বস্তি পাচ্ছেন না ভক্তরা। তবে তারই মধ্যে নতুন করে আশার আলো। কপূরদের বাড়ি যে সেজে উঠছে আলোয় আলোয়!

Advertisement

১৪ বা ১৫ তারিখে যদি সত্যিই বিয়ে হয়, তবে হাতে মোটেই সময় নেই। তোড়জোড় দেখেও তেমনই ইঙ্গিত মিলছে। মহা ধুমধামে ছেলের বিয়ের জোরদার প্রস্তুতি জারি কপূরদের খানদানি ঠিকানায়। রবিবার ইনস্টাগ্রামে সেই ছবির দেখা মিলতেই তোলপাড়! সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি কপূরদের বাড়ি সাজানোর ধুম। আলোর মালা হাতে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন কর্মীরা। বাড়ির গায়ে যেন হাজার হিরের দ্যুতি!

ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরের অংশটিতে এখনও ভারা বাঁধা রয়েছে। সম্ভবত আরও খানিক সেজে ওঠা বাকি। তা দেখেই অনুরাগীরা প্রায় নিশ্চিত যে, ‘রণলিয়া’র বিয়েটা সত্যিই হচ্ছে, এবং খুব শিগগিরই। রবিবার ফ্যানপেজে ভাইরাল হওয়া ওই ছবির নীচে মন্তব্যের বন্যা। আর তার সঙ্গেই উপচে পড়া ভালবাসা। এক জন তো লিখেই ফেলেছেন, ‘ইশ, যদি আমাকে নেমন্তন্ন করত!’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement