CSIR UGC NET December 2024

সিএসআইআর ইউজিসি নেট কবে? পরীক্ষার সময়সূচি প্রকাশ করল এনটিএ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিসেম্বর পর্বের জন্য এই পরীক্ষার আয়োজন করবে এনটিএ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:০৮
Share:
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং গবেষণার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হল সিএসআইআর ইউজিসি নেট (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)। বৃহস্পতিবার এ বছরের পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিসেম্বর পর্বের জন্য এই পরীক্ষার আয়োজন করবে এনটিএ। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিএসআইআর নেট। চলবে ২ মার্চ পর্যন্ত। প্রথম দিন ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান, প্ল্যানেটরি সায়েন্সেসের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ওই দিনই দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত কেমিক্যাল সায়েন্সেস বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ১ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা দু’টি অর্ধে লাইফ সায়েন্সেসের পরীক্ষা চলবে। এর পর ২ মার্চ, পরীক্ষার শেষ দিন, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

এ বছর সমস্ত বিষয়ের পরীক্ষাই কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি মাধ্যমে নেওয়া হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় তিন ঘণ্টা। পরীক্ষা শুরুর কিছু দিন আগে পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট https://csirnet.nta.ac.in/ -এই প্রকাশ করা হবে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’, অর্থাৎ পরীক্ষার্থীরা কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন, সে সংক্রান্ত নথি এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড।

Advertisement

উল্লেখ্য, প্রতি বছরই এনটিএ দু’বার করে এই পরীক্ষার আয়োজন করে। জুন এবং ডিসেম্বরে আয়োজিত এই পরীক্ষায় বহু পরীক্ষার্থী পাশ করে দেশের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ অর্জন করেন অথবা ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে নিযুক্ত হন। গত বছর জুন মাসে প্রশ্নফাঁস সংক্রান্ত জটিলতার আবহে স্থগিত রাখা হয়েছিল সিএসআইআর নেট। পরে আবার নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করে এনটিএ। পরীক্ষার নতুন দিন ঘোষণার সঙ্গে পরীক্ষার ধরনেও পরিবর্তন আনা হয়। স্বচ্ছতা বজায় রাখতে ‘ওএমআর’ শিটের বদলে পরীক্ষা গ্রহণ করা হয় কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) বা কম্পিউটারের মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement