Bipasha Basu

নতুন ভূমিকায় বিপাশা, কলম ধরছেন অভিনেত্রী, কবে প্রকাশিত হবে তাঁর বই?

গল্প-উপন্যাস নয়, স্মৃতিকথা লিখবেন বিপাশা বসু। কী কী থাকছে সেই বইতে, জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৭:৫৮
Share:

বিপাশা বসু। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী হিসেবে অনুরাগীদের মন জয় করেছেন। বছর দু’য়েক আগে মা হয়েছেন বিপাশা বসু। তার পর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাঁর জীবন। তবে এ বারে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বিপাশা। লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি।

Advertisement

বিপাশা জানিয়েছেন তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনও উপন্যাস নয়, বইটি তাঁর স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে যে বিষয়গুলি তাঁর জীবনের মোড় ঘুরিয়েছে, সেই বিষয়গুলি লিপিবদ্ধ করা হবে। পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তাই পাঠাকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি। অভিনেত্রী বলেন, ‘‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এ বার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।" বিপাশার এই বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে।

এই মুহূর্তে ছবি থেকে নিজেকে দূরেই রেখেছেন বিপাশা। এর আগেও অভিনেত্রী জানিয়েছেন যে, মেয়ের সঙ্গেই তিনি বেশি সময় কাটাচ্ছেন। তবে তাঁর বই যে পাঠককে আকর্ষণ করবে, সে আশা করাই যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement