Bob Dylan

Bob Dylan: বব ডিলানের বিরুদ্ধে অতীতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, মামলা দায়ের আদালতে

বব ডিলানের মুখপাত্র জানিয়েছেন, গায়কের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে এবং আদালতে তা প্রমাণ করা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১৩:১৩
Share:

বব ডিলান।

বিতর্কে বব ডিলান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা আমেরিকান গায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছেন। সেই বৃদ্ধার অভিযোগ, ১৯৬৫ সালে বব তাঁকে মাদক এবং মদ খাইয়ে হেনস্থা করেছিলেন। তখন সেই বৃদ্ধার বয়স ছিল ১২ বছর।

বব ডিলানের মুখপাত্র জানিয়েছেন, গায়কের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে এবং আদালতে তা প্রমাণ করা হবে। অন্য দিকে আদালতে সেই বৃদ্ধা জানিয়েছেন, ৬ সপ্তাহ ধরে বব তাঁর নিউ ইয়র্কের আবাসনে তাঁকে যৌন নির্যাতন করেন। এই অভিজ্ঞতার পর শারীরিক এবং মানসিক ভাবে ভেঙে পড়েন সেই বৃদ্ধার। তাঁর আরও অভিযোগ, নিজের খ্যাতিকে কাজে লাগিয়ে বব মাদক সংগ্রহ করেছিলেন।

Advertisement

তাঁর শিল্পের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন বব ডিলান। ২০১৬ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাঁর ‘লাইক আ রোলিং স্টোন’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ এখনও মানুষের মুখে মুখে ফেরে। এমন শিল্পীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে হতবাক অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement