সপরিবার বিপাশা বসু। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্যতম নামজাদা অভিনেত্রী বিপাশা বসু। ২০১৬ সালে অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের প্রায় ছ’বছর পরে যুগলের কোলে এসেছে তাঁদের প্রথম সন্তান। মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিংহ গ্রোভার। বাঙালি অভিনেত্রীর মেয়ে বলে কথা, ঘুমপাড়ানি গান ছাড়া ঘুমে সায় নেই দেবীর। বয়স তার সবে ন’মাস, এখনই নিজের পছন্দের ঘুমপাড়ানি গান বেছে নিয়েছে সে। বাবা কর্ণের গলায় সেই গান শুনলেই খুশি দেবী। তবে সেই গান আদপে গতে বাঁধা ঘুমপাড়ানি গান নয়, বরং একটি চেনা মন্ত্র। কোন মন্ত্র শুনে ঘুমোতে যায় দেবী?
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন বিপাশা। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কর্ণের মুখে হনুমান চালিশা শুনে খিলখিলিয়ে হাসছে দেবী। বিপাশা জানান, দেবীকে ঘুম পাড়ানোর জন্য কর্ণকে প্রতিদিন হনুমান চালিশা পড়ে শোনাতে হয়। বিপাশা, দেবী ও কর্ণের এই ভিডিয়ো দেখে খুশি নেটাগরিকরাও। ছোট থেকেই আধ্যাত্মিক শিক্ষা পেয়ে বড় হচ্ছে দেবী, তা দেখে আপ্লুত অভিনেত্রীর অনুরাগীরাও।
দিন কয়েক আগে সমাজমাধ্যমের পাতায় মেয়ের এক অসুখের কথা জানান বিপাশা। অভিনেত্রী জানান, দেবীর জন্মের তিন দিন পরে তার হৃদয়ে দু’টি ছিদ্র ধরা পড়ে। জন্মের পর থেকেই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তথা ভিএসডি-তে ভুগছিল সে। মেয়ের এই অসুস্থতার কথা জানার পরেই ভেঙে পড়েন বিপাশা ও কর্ণ। বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল দেবীর। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে কথা বলাকালীনই এই ঘটনার কথা জানান বিপাশা। নিজের একরত্তি সন্তানের এমন অসুখের কথা বলতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল অভিনেত্রীর।