Bharti Singh

হাপুস নয়নে কাঁদছেন, হাতে স্যালাইন! হাসপাতালে ভর্তি ভারতী, কী হয়েছে তাঁর?

এমনিতে দর্শক তাঁকে টিভির পর্দায় হাসিখুশি দেখতেই অভ্যস্ত, এ বার ভারতীর দু’চোখে জল! কী হয়েছে ‘কমেডি কুইন’-এর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১২:৫৫
Share:

ভারতী সিংহ। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের পাতায় এসে নিজের ভিডিয়ো দেন ‘কমেডি কুইন’ ভারতী সিংহ। অঝোরে কেঁদে চলেছেন তিনি। এক দিকে হাতে স্যালাইন।

Advertisement

এমনিতে দর্শক তাঁকে টিভির পর্দায় হাসিখুশি দেখতেই অভ্যস্ত। এর আগে ভারতীকে এমন অবস্থায় দেখেনি কেউ। কী হয়েছে তাঁর?

মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ভারতী। গত তিন দিন ধরেই তাঁর পেটে ব্যথা। যা খাচ্ছিলেন, তা‌তেই বদহজম হয়ে যাচ্ছিল। আচমকাই যন্ত্রণা বাড়তে শুরু করে। চিকিৎসকের কাছে গেলে অভিনেত্রীর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। এই মুহূর্তে একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

Advertisement

তবে হাসপাতালে থেকে ভারতী তাঁর ছেলে গোলাকে বড্ড মিস্ করছেন। সেই কারণে কাঁদছেন তিনি।

পাশপাশি তিনি জানান, গত তিন দিনে তাঁর পেটে এত ব্যথা হয়েছে যে, যন্ত্রণায় রাতে ঘুমোতে পারেননি। বাড়ির কাউকে ঘুমাতেও দেননি। যদিও এই সময় তাঁর পাশে সর্ব ক্ষণ ছিলেন স্বামী হর্ষ লিম্বাচিয়া। আপাতত কিছুই খেতে পারছেন না তিনি। খেলেই শুরু হচ্ছে যন্ত্রণা। অনুরাগীদের কাছে তিনি তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করতে আবেদন করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement