Oscars 2025

অস্কার দৌড়ে শামিল ইমনের বাংলা গান, খবর শুনে কেন বিস্ময়ের ঘোর কাটাতে পারছেন না গায়িকা?

অস্কার দৌড়ে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান। প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:৪৪
Share:

ইমনের গান অস্কার দৌড়ে। ছবি: সংগৃহীত।

২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে চলছে ঝাড়াই-বাছাই। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। সেই অর্থে এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়।

Advertisement

এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। খবরটি জানতে পেরে প্রতিক্রিয়া জানালেন আনন্দবাজার অনলাইনকে।

ইমন জানান, এই খবর তিনি প্রথম পান সকাল ১১টা নাগাদ। তখন তিনি একটি রিয়্যালিটি শোয়ে সেটে, শুটিংয়ে ব্যস্ত। ইমনের কথায়, ‘‘আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।” খবর পেয়েই প্রথম সে কথা ইমন জানিয়েছেন ‘সারেগামাপা’-এর সেটের বন্ধু, সহ-বিচারকদের। তার পর তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে। ইমন বলেন, “আমার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই তার পর বাবাকে ফোন করলাম।’’

Advertisement

ইতিমধ্যেই সারা দেশে সেরা গায়িকাদের তালিকায় নাম উঠেছে ইমনের। এ বার কি তবে অস্কার আসতে চলছে বাড়িতে? প্রশ্ন থামিয়ে দিয়েই গায়িকা বলেন, ‘‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’’

জানা গিয়েছে, বিচারক দলের সদস্যরা ১৫ টি গান ও ২০টি সুরের জন্য ভোট দিতে পারেন। প্রথম পর্বের ঝাড়াই বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক ভোট। সেখানে সফল হতে পারলে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর। বোঝাই যাচ্ছে সেই তালিকায় থাকলে ১৫টি গান ও ২০টি আবহসঙ্গীত। তার পর মূল পর্বের নির্বাচন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement