কোন নায়িকাকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবিতে, জানা গিয়েছে সেই নাম। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন
নায়কের বিপরীতে পাওয়া যাচ্ছিল না নায়িকা। আনন্দবাজার অনলাইন জানিয়েছিল প্রথম সেই খবর। কানাঘুষোয় শোনা গিয়েছিল চুম্বনদৃশ্যে আপত্তির কারণেই নাকি পরিচালক খুঁজে পাচ্ছিলেন না মনের মতো নায়িকা।
অবশেষে কেটেছে চুম্বনের গেরো। সূত্রের খবর, ওই ছবির পরিচালক স্বয়ং সৃজিত মুখোপাধ্যায়। ২০১২ সালের ছবি ‘হেমলক সোসাইটি’-র সিক্যুয়েল বানাতে চলেছেন তিনি। এ খবর অবশ্য অনেক দিন আগেই জানা গিয়েছিল। আর সে কারণেই নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে একজন নায়িকা খুঁজছিলেন তিনি। আগের ছবির নায়িকা কোয়েল মল্লিক এখন তাঁর সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে ব্যস্ত।
সব ঠিক থাকলে প্রথম বার কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে। ছবি: সংগৃহীত
জানা গিয়েছে, সৃজিতের দ্বিতীয় পর্বের ছবিটির নাম হতে চলেছে ‘কিলবিল সোসাইটি’। নায়িকা হিসাবে পাওয়া গিয়েছে কৌশানী মুখোপাধ্যায়কে। আগেই আনন্দবাজার অনলাইন ইঙ্গিত দিয়েছিল এমন এক নায়িকার সঙ্গে কথা চলছে পরিচালকের যাঁর সঙ্গে বিয়ে হলে কেঁদে মরে যেতে হবে। নিমরাজি হয়েছিলেন নায়িকা। অবশেষে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
কিন্তু কেন এ ছবির নাম ‘কিলবিল সোসাইটি’— তা অবশ্য জানা যায়নি। গত বছর সৃজিত ঘরে এনেছেন একের পর এক সাপ। দেশি-বিদেশি সেই সব সাপের সঙ্গে এই ছবির কোনও যোগ আছে কি না, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।