Arunima Ghosh

এই প্রথম গোয়া ভ্রমণে অরুণিমা, কেমন কাটছে ছুটির দিনগুলো? অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

গোয়ায় ছুটি কাটাচ্ছেন অরুণিমা ঘোষ। প্রথম বার গোয়া ভ্রমণে মুগ্ধ অভিনেত্রী। কী কী করলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:৩৪
Share:

গোয়ায় ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। ছবি: ফেসবুক।

নতুন বছরের শুরুতে টলিপাড়ায় কেউ কাজে ব্যস্ত, আবার কেউ সময় করে বেরিয়ে পড়েছেন ভ্রমণে। যেমন অভিনেত্রী অরুণিমা ঘোষ এই মুহূর্তে কলকাতায় নেই। আরব সাগরের তীরে গোয়ায় ছুটি কাটাচ্ছেন তিনি। ভাগ করে নিলেন সেই অভিজ্ঞতা।

Advertisement

দিন কয়েক আগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন অরুণিমা। সেখান থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অরুণিমা সময় পেলেই কোথাও না কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানালেন, তিনি এই প্রথম গোয়ায় গিয়েছেন। অরুণিমা বললেন, ‘‘এতগুলো বছরে যখনই পরিকল্পনা হয়েছে, সেটা শুটিং বা অন্য কোনও কারণে যাওয়া হয়নি। তবে প্রথম বারের গোয়া ভ্রমণের প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছি।’’

অরুণিমা জানালেন, বন্ধুরা পরিকল্পনা করতেই, এ বার তিনি আর না বলেননি। উত্তর গোয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘এ বার কলকাতায় সকলকে বলেই এসেছি, বাড়ি ছাড়া অন্য কারও ফোন ধরব না।’’ গোয়ায় অনেকেই মদ্যপান করতে পছন্দ করেন। কিন্তু অরুণিমার প্রিয় কফি। তাই একটু অসুবিধা হচ্ছে। বললেন, ‘‘কিন্তু গোয়ার পরিবেশটা খুবই ভাল লাগছে। কাজের চাপ, চিন্তা— সব দূর করে দিয়েছে।’’

Advertisement

আগামী বৃহস্পতিবার শহরে ফিরবেন অরুণিমা। তার পর চলতি মাসের শেষে ‘পরান যাহা চায়’ ছবিটির শেষ পর্বের শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement