Mostofa Sarwar Farooki

‘শনিবার বিকেল’-এর পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী গুরুতর অসুস্থ, ভর্তি হাসপাতালে

বাংলাদেশের চলচ্চিত্রজগতে অতিপরিচিত নাম মোস্তফা সরোয়ার ফারুকী। পাশাপাশি আন্তর্জাতিক সিনেমাজগতেও তাঁর বেশ পরিচিতি রয়েছে। ভারতে বাংলা ছবি ‘ডুব’ তাঁরই পরিচালনায় নির্মিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ০২:০৭
Share:

পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা সোমবার গভীর রাতে নিজের ফেসবুকে এ কথা জানিয়েছেন। আপাতত মোস্তাফাকে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তাঁর আরোগ্য কামনা করছেন অগণতি ভক্ত।

Advertisement

তিশা তাঁর ফেসবুকে লিখেছেন, “আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটিু অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যেতেই অ্যাঞ্জিয়োগ্রাম করা হয়। ছোট্ট একটা ব্রেন স্ট্রোক হয়েছে। আইসিইউতে ডাক্তারদের নজরদারিতে রয়েছেন আপাতত। সকলে তাঁর আরোগ্য কামনা করুন।”

বাংলাদেশের চলচ্চিত্র জগতে অতি পরিচিত নাম মোস্তফা সরোয়ার ফারুকী। পাশাপাশি আন্তর্জাতিক সিনেমাজগতেও তাঁর বেশ পরিচিতি রয়েছে। ভারতে বাংলা ছবি ‘ডুব’ তাঁরই পরিচালনায় নির্মিত। ছবিটির মুখ্য চরিত্রে ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান এবং পার্নো মিত্র। ছবিটি কবি হুমায়ুন কবীরের জীবনীচিত্র ছিল। এ ছাড়াও নওয়াজ়উদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘নো ল্যান্ডস ম্যান’ নামেও একটি হিন্দি ছবি তৈরি করেছেন মোস্তফা। যা মুক্তি পায়নি এখনও। সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’। এই ছবির প্রেক্ষাপট ২০১৬ সালের ঢাকার গুলশন এলাকার এক বেকারিতে নাশকতামূলক হামলা। এ ছাড়াও বাংলাদেশের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে দু’টি ছবি তৈরির কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন মোস্তফা। তাঁর একটির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement