আয়ুষ্মান
শিশুদের উপর যৌন নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন আয়ুষ্মান খুরানা। ভারত সরকার এবং ইউনিসেফ থেকে যৌথ ভাবে অভিনেতাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। পরপর হিট এবং ‘আর্টিকল ফিফটিন’-এর মতো ছবি করার পরে আয়ুষ্মান সম্পর্কে দর্শকের মনে ইতিবাচক ধারণা জন্মেছে। সেটাকেই কাজে লাগাতে চাইছে সরকার এবং ইউনিসেফ। অভিনেতার কথায়, ‘‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব শিশুদের উপর যৌন নির্যাতনের প্রতিবাদ করা। মানুষকে এ বিষয়ে আরও সচেতন করতে হবে। পসকো আইনে অপরাধীদের কড়া শাস্তির বিধান রয়েছে। মানুষের এগুলো জানা উচিত।’’