Walt Disney

অবতারকে টপকে সেরা অ্যাভেঞ্জারস, ভাঙল দশ বছরের রেকর্ড

গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল অ্যাভেঞ্জারস এন্ডগেম। ১৩ সপ্তাহ পর এক নতুন রেকর্ড গড়ে ফেলল এই সিনেমা। আয়ের দিক থেকে ডিজনির অবতারকে টপকে গেল অ্যাভেঞ্জারস এন্ডগেম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৯ ১৬:২৬
Share:

আয়ের দিক থেকে ডিজনির অবতারকে টপকে গেল অ্যাভেঞ্জারস এন্ডগেম।

গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল অ্যাভেঞ্জারস এন্ডগেম। ১৩ সপ্তাহ পর এক নতুন রেকর্ড গড়ে ফেলল এই সিনেমা। আয়ের দিক থেকে ডিজনির অবতারকে টপকে গেল অ্যাভেঞ্জারস এন্ডগেম।

Advertisement

অবতারের মোট আয় ছিল ১৯,২১০ কোটি টাকা। গতকাল এই আয়কে টপকে এখন সর্বোচ্চ আয়ের দিক থেকে প্রথম হয়ে গেল অ্যাভেঞ্জারস এন্ডগেম। এই সিনেমার প্রযোজক কেভিন ফিজ আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, “সবাইকে ধন্যবাদ, আপনাদের জন্যই এই সিনেমা এমন সাফল্য পেয়েছে।’’

ডিজনি স্টুডিয়োর কো চেয়ারম্যান এবং ক্রিয়েটিভ অফিসার অ্যালান হর্ন বলেছেন, “মার্ভেল স্টুডিয়োর সবাইকে অসংখ্য অভিনন্দন । অ্যাভেঞ্জারস ফ্যানেদের অভিনন্দন এই উচ্চতায় তারা সিনেমাটিকে পৌঁছে দিয়েছে তাঁর জন্য”। থর চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়ার্থও নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই সাফল্যের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন: শ্রীদেবী থেকে কাজল, ঐশ্বর্যা থেকে দীপিকা! ‘নায়িকা’দের ভিডিয়োয় মাত নেটদুনিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement