Kareena Kapoor

Kareena Kapoor: ঝুলিতে অসংখ্য হিট, তারপরও এই ছবির জন্য করিনাকে দিতে হল পরীক্ষা

বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় করিনা কপূর খান। তারপরও পরীক্ষা দিতে হল নায়িকাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ২১:১৫
Share:

এক যুগেরও বেশি তাঁর লম্বা কেরিয়ার। ঝুলিতে হিটের পর হিট৷ কিন্তু তারপরও ৪০ বছর বয়সে এসে অডিশন দিতে হল তাঁকে। করিনা কপূর খান৷ কখনও তিনি ‘পু’ তো কখনও ‘গীত’, কখনও আবার ‘চামেলি’। অভিজ্ঞতার ঝাঁপি পূর্ণ।

Advertisement

এ বার ‘রূপা’ হয়ে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন নায়িকা। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমিরের ছোটবেলার বন্ধুর চরিত্রে নায়িকা। এতটা পথ পেরিয়ে এসেও এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া এতটাও সহজ ছিল না নায়িকার। রীতিমতো প্রমাণ দিতে হয়েছে তাঁকে।

৪০ বছর বয়সে এসে ‘রূপা’ চরিত্রের জন্য অডিশন দেন অভিনেত্রী। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেবো বলেন, ‘‘ওরা ১০০ শতাংশ নিশ্চিত হতে চেয়েছিল যে এই ছবিতে আমাকে মানাবে কি না৷ তাই অডিশন দিতে হয়েছিল।’’

Advertisement

করিনা জানান, অডিশন দিতে তাঁর কোনও সমস্যা হয়নি৷ বরং এই প্রক্রিয়াটি বেশ উপভোগ করেছেন তিনি। স্বামী সইফ জুগিয়েছিলেন অনুপ্রেরণা। ১১অগস্ট মুক্তি পেতে চলেছে ‘লাল সিং চাড্ডা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement