Beyonce

Beyonce: স্ফটিক ঘোড়ার পিঠে অনাবৃত বিয়ন্সে, হাতের তালুতে আড়াল করলেন যৌবন

তিনি নিজেই আগুন, এমনটাই মনে করেন ২১ শতকের অনুরাগীরা। বিয়ন্সের নতুন অ্যালবাম আবারও পারদ চড়াল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৯:৪৭
Share:

গান, না গায়িকা — কে জিতে নেবে দর্শকদের মন?

বিয়ন্সে নওলেস। এই একটি নাম নতুন প্রজন্মের মস্তিষ্কে উত্তাপের পারদ চড়িয়ে দিতে যথেষ্ট। জাদু যেমন তাঁর কণ্ঠে, তেমনই দেহতরঙ্গেও। একাধিক বার গ্র্যামি বিজয়ী, আইকনিক পপ সঙ্গীত গায়িকার নতুন অ্যালবামের প্রচ্ছদ প্রকাশ্যে আসতেই ফের হইচই।

Advertisement

স্ফটিকের ঘোড়ার পিঠে অনাবৃত বিয়ন্সে। রুপোলি পোশাকের রেখা অনিচ্ছুক ভাবেই যেন তাঁর দেহের কিয়দংশ ঢেকে রেখেছে মাত্র। এক দিকের উন্মুক্ত বক্ষে হাতের তালু আড়াল করে আছেন গায়িকা। কখনও শুয়ে পড়েছেন আলোকোজ্জ্বল রুপোলি ঘোড়ার পিঠে। মাথায় তাঁর সাদা কাউবয় টুপি। গায়ে রুপোর ঝিলমিল। এমনই মায়াবী প্রচ্ছদে বিয়ন্সের সদ্য মুক্তি পাওয়া গানের অ্যালবামের নাম ‘রেনেসাঁস’। তাঁর একক গানের সপ্তম অ্যালবাম এটি।

তবে মনভোলানো গানের আগেই অনুরাগীদের দেহ-মন অবশ করে দিল স্ফটিক ঘোড়ার সওয়ারির ছবি। নেট দুনিয়ায় ভাইরাল বিয়ন্সের নতুন অ্যালবামের মলাট। গান, না তিনি? নাকি উভয়ের রসায়নই ফের জিতে নেবে মন, এখন তারই অপেক্ষা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement