arjun kapoor

Arjun-Malaika: অর্জুনের মন সব থেকে ভাল বোঝেন কে? জানালেন অভিনেতা নিজেই

অর্জুন মনে করেন, তিনি মুখে কোনও কথা না বললেও মালাইকা তাঁর মন বুঝে ফেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ২৩:২৮
Share:

অর্জুন কপূর।

অর্জুন কপূরের মন সব থেকে ভাল বোঝেন বান্ধবী মালাইকা অরোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই ফাঁস করেছেন সে কথা।

Advertisement

অর্জুন মনে করেন, তিনি মুখে কোনও কথা না বললেও মালাইকা তাঁর মন বুঝে ফেলেন। তাঁর কথায়, “আমার প্রেমিকা আমাকে সব থেকে ভাল চেনে। আমি যদি কিছু লুকিয়েও রাখতে চাই, ও ঠিক বুঝতে পারে আমার দিন বাজে কেটেছে কি না। আমার মেজাজ ভাল থাকলে,সেটাও ও বুঝতে পারে।”

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। ২০১৯ সালে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। সম্প্রতি বান্দ্রায় মালাইকার বাড়ির সামনে নিজের জন্য একটি বাসস্থানও কিনেছেন অর্জুন। অভিনেতার ক্রয়কৃত সম্পত্তির দাম ২০-২৩ কোটি টাকা। এই নতুন বাড়িতে ওঠার পর মালাইকা ছাড়াও অর্জুনের প্রতিবেশি হবেন শাহরুখ খান, সলমন খান, করিনা কপূর খান এবং রণবীর কপূরের মতো তারকারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement