Tathagata Ghosh

Tollywood: স্টোরিতে অনুষা, ক্যামেরায় প্রিয়ঙ্কা! তথাগতর ‘কে আপন কে পর’?

সমুদ্রপার থেকে কে ডাক পাঠিয়েছে তথাগত ঘোষকে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২১ ২১:৪৬
Share:

তথাগত-প্রিয়ঙ্কা এবং তথাগত- অনুষা

সমুদ্রপার থেকে কে ডাক পাঠিয়েছে তথাগত ঘোষকে?

Advertisement

নেটমাধ্যমে শোরগোল, সাময়িক বিরতির পর প্রবল ভাবে তাঁকে ভাসিয়ে নিয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা সরকার। আবারও চিত্রগ্রাহকের সামাজিক পাতায় তাঁর ছবি। আরও এক বার ক্যামেরার সামনে-পিছনে প্রিয়ঙ্কা-তথাগত ম্যাজিক। ফল? অভিনেত্রীর উষ্ণ রূপ ফের প্রকাশ্যে। সাঁতারের পোশাকে উন্মুক্ত তিনি। কালো স্বল্পবাসে, নগ্ন পা বালিতে ডুবিয়ে প্রিয়ঙ্কা সত্যিই যেন ডাক পাঠাচ্ছেন। ছবি সম্বন্ধে বলতে গিয়ে সে কথা স্বীকার করে নিয়েছেন তথাগত। বলেছেন, ‘সমুদ্রের ওপার থেকে, ডাক এসেছে আমার কাছে’।

Advertisement

অন্য দিকে তথাগতর ইনস্টাগ্রাম স্টোরি বলছে, শুধু এক জনই তাঁকে ডাক পাঠাননি। ইনস্টাগ্রাম যদি প্রিয়ঙ্কাখচিত হয় স্টোরিতে উজ্জ্বল উপস্থিতি অনুষা বিশ্বনাথনের। সেই ছবিতেও তথাগত-অনুষা বেশ কাছাকাছি! ২টো ছবি স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে, তা হলে তথাগতর ‘কে আপন কে পর’? আবার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন রাইমা সেন। তথাগতর ইনস্টাগ্রামে ‘সেনসেশন’ ছড়িয়েছেন তিনিও।

সব দেখেশুনে বিস্মিত নেটাগরিকেরাও। প্রিয়ঙ্কার ছবি দেখে সরাসরি প্রশ্ন রেখেছেন, ‘আপনার প্রেমিকা, তাই না দাদা?’ সত্যিই, এত প্রেম রাখবেন কোথায় তথাগত!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement