Anushka Sharma Virat Kohli

বিরাট-অনুষ্কা বদলে গেলেন স্কুবি ডু-র কার্টুনে

সেই ছবিতে সঙ্গে ছিল তাঁদের পালিত কুকুর। এই ছবি থেকেই ইনস্টাগ্রামের এক জন শিল্পী এই দম্পতির ছবিকে 'স্কুবি ডু' কার্টুনের চরিত্র ‘শ্যাগি’ আর ‘ভালমা’-র মতো এঁকে পোস্ট করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ১৬:৩৫
Share:

বিরাট-অনুষ্কা

এই মুহূর্তে সেলফ আইসোলেশনে রয়েছেন বিরুষ্কা। একে অন্যের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। অন্য দিকে দেশের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিক সাহায্যের। ইনস্টাগ্রাম বা টুইটারে ভিডিয়ো, ছবি বা করোনা সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। এর মধ্যেই অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে তাঁর ও বিরাটের একটি ছবি পোস্ট করেছিলেন।

Advertisement

সেই ছবিতে সঙ্গে ছিল তাঁদের পালিত কুকুর। এই ছবি থেকেই ইনস্টাগ্রামের এক জন শিল্পী এই দম্পতির ছবিকে 'স্কুবি ডু' কার্টুনের চরিত্র ‘শ্যাগি’ আর ‘ভালমা’-র মতো এঁকে পোস্ট করেছেন। কিছু দিন আগে অনুষ্কা যে বিরাটের চুল কেটে দিচ্ছিলেন, সেই ইঙ্গিতও এই কার্টুন ছবিতে আছে। এই ছবিতে বিরাটকে ‘শ্যাগি’-র পোশাকে খয়েরি প্যান্ট আর সবুজ টি-শার্ট পরে দেখা যাচ্ছে। আর অনুষ্কা পরেছেন পিঙ্ক স্কার্ট আর অরেঞ্জ শার্ট। তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে স্কুবিডুকেও।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় ইমিউনিটি বাড়ানোর গোপন ফর্মুলা ভক্তদের জন্য ফাঁস করলেন সোনালি বেন্দ্রে

Advertisement

দেখুন সেই শিল্পীর পোস্ট

@anushkasharma thank you so much ❤😭.

A post shared by Arpit dudwewal (@arpitdudewal) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement